‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?

img

চকলেট-ভ্যানিলা তো অনেক হল, এবার বাজারে এসেছে নতুন এক স্বাদের আইসক্রিম। যার স্বাদ স্তন দুগ্ধের মতো!

img

আন্তর্জাতিক শিশুপণ্য নির্মাতা ব্র্যান্ড ফ্রিডা এবং আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা অডফেলোস যৌথ ভাবে বাজারে এনেছে এই অভিনব আইসক্রিম

img

দুই মার্কিন সংস্থার দাবি, এই আইসক্রিম সম্পূর্ণ নিরাপদ, পাস্তুরাইজড এবং স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা। বিশেষত শিশুদের জন্য এই আইসক্রিম তৈরির সিদ্ধান্ত।

img

কিন্তু বাজারে আসার পরেই হুলস্থুল ফেলে দিয়েছে আইসক্রিমটি। কারণ ছোটদের থেকেও বড়রাই নাকি বেশি খাচ্ছেন এই খাবার!

img

সংস্থার দাবি, সম্ভবত অনেকেই স্তন্যের স্বাদ কেমন তা জানতে আগ্রহী কিন্তু লোকলজ্জার ভয়ে তা সম্ভব হয় না। এই আইসক্রিম সেই সুযোগ তুলে দিয়েছে ক্রেতাদের হাতে।

img

তবে স্বাদে স্তনদুগ্ধের মতো হলেও আসল স্তন্য ব্যবহৃত হচ্ছে না এই আইসক্রিমে। মূলত সাধারণ গরুর দুধ, ক্রিম, দুধ এবং স্বাদের জন্য কিছু কৃত্রিম উপাদান দিয়েই তৈরি হচ্ছে আইসক্রিমগুলি।

img

খেতে কেমন এই আইসক্রিম? এক গ্রাহকের কথায়, “কিছুটা মিষ্টি, কিছুটা নোনতা।”

img

কত দাম এই আইসক্রিমের? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এক কাপ আইসক্রিমের দায়িত্ব ১২.৯৯ ডলার। তবে ভারতে পাওয়া যাবে না এই আইসক্রিম।