‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
Akash Debnath
সোমবার, 11 আগস্ট 2025
1
8
চকলেট-ভ্যানিলা তো অনেক হল, এবার বাজারে এসেছে নতুন এক স্বাদের আইসক্রিম। যার স্বাদ স্তন দুগ্ধের মতো!
2
8
আন্তর্জাতিক শিশুপণ্য নির্মাতা ব্র্যান্ড ফ্রিডা এবং আইসক্রিম প্রস্তুতকারী সংস্থা অডফেলোস যৌথ ভাবে বাজারে এনেছে এই অভিনব আইসক্রিম
3
8
দুই মার্কিন সংস্থার দাবি, এই আইসক্রিম সম্পূর্ণ নিরাপদ, পাস্তুরাইজড এবং স্বাস্থ্যবিধি মেনে প্রস্তুত করা। বিশেষত শিশুদের জন্য এই আইসক্রিম তৈরির সিদ্ধান্ত।
4
8
কিন্তু বাজারে আসার পরেই হুলস্থুল ফেলে দিয়েছে আইসক্রিমটি। কারণ ছোটদের থেকেও বড়রাই নাকি বেশি খাচ্ছেন এই খাবার!
5
8
সংস্থার দাবি, সম্ভবত অনেকেই স্তন্যের স্বাদ কেমন তা জানতে আগ্রহী কিন্তু লোকলজ্জার ভয়ে তা সম্ভব হয় না। এই আইসক্রিম সেই সুযোগ তুলে দিয়েছে ক্রেতাদের হাতে।
6
8
তবে স্বাদে স্তনদুগ্ধের মতো হলেও আসল স্তন্য ব্যবহৃত হচ্ছে না এই আইসক্রিমে। মূলত সাধারণ গরুর দুধ, ক্রিম, দুধ এবং স্বাদের জন্য কিছু কৃত্রিম উপাদান দিয়েই তৈরি হচ্ছে আইসক্রিমগুলি।
7
8
খেতে কেমন এই আইসক্রিম? এক গ্রাহকের কথায়, “কিছুটা মিষ্টি, কিছুটা নোনতা।”
8
8
কত দাম এই আইসক্রিমের? সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এক কাপ আইসক্রিমের দায়িত্ব ১২.৯৯ ডলার। তবে ভারতে পাওয়া যাবে না এই আইসক্রিম।