'ধুরন্ধর'-এর  ট্রেলার মুক্তির পর থেকেই অনলাইনে জোর আলোচনা শুরু হয়েছিল। পরিচালক আদিত্য ধর-এর এই ছবিতে জমজমাট অ্যাকশনের সঙ্গে প্রথম থেকেই চর্চায় ছবির অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে রণবীর সিং-এর রোম্যান্স। 

গত জুলাই মাসে ছবির ফার্স্ট লুক প্রকাশের পর রণবীর এবং সারার মধ্যে ২০ বছরের বয়সের ব্যবধান নিয়ে বিতর্ক এবং সমালোচনার ঝড় ওঠে সমাজমাধ্যমে। তবে সেসব নিয়ে কখনও কোনও মন্তব্য করেননি দুই তারকা। এবার ‘ধুরন্ধর’ বক্স অফিস কাঁপানোর মাঝেই ছবিটি নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন সারা।

সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন বার্তা দেন সারা অর্জুন। আর সেই পোস্ট পড়েই আপ্লুত হয়ে পড়েন রণবীর। অভিনেত্রী লেখেন, তিনি কখনও ভাবেননি যে এত বড় মানের বলিউড ছবিতে কাজ করার সুযোগ পাবেন। পরিচালক, সহ-অভিনেতা, বিশেষ করে রণবীর সিং-এর কাছ থেকে যে ভালবাসা ও সমর্থন পেয়েছেন, তা তাঁর জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত। শুটিংয়ের প্রথম দিন থেকেই রণবীর তাঁকে নিজের পরিবারের সদস্যের মতো দেখেছেন বলেও উল্লেখ করেন সারা। তাঁর কথায়, “রণবীর স্যার আমার হাত ধরে পুরো যাত্রায় আমাকে সাহস দিয়েছেন। কখনও ভয় পেতে দেননি।”

সারার এই আন্তরিক পোস্ট দেখে আবেগ চেপে রাখতে পারেননি নায়ক। তিনি লেখেন, “তুমি অসাধারণ! তোমার মতো প্রতিভার সঙ্গে কাজ করতে আমিও খুশি। তুমি আমার মন ছুঁয়ে গেছো। অক্টোবর ২০২২-এ তুমি সেটে আসার পর থেকেই আমি বুঝেছিলাম, তুমি আলাদা। তোমার উপস্থিতিতে আমাদের পুরো দলটাই আরও উজ্জ্বল হয়ে উঠেছিল।”

রণবীর আরও যোগ করেন, “এই বয়সে এমন পরিণত অভিনয় বিরল। তুমি শুধু অভিনয় করনি, চরিত্রকে জীবন্ত করে তুলেছো। ভবিষ্যতে তুমি আরও বড় জায়গায় পৌঁছবে বলে আমার বিশ্বাস।” সেই সঙ্গে তিনি সারাকে উদ্দেশ করে লিখেছেন,  “থাম পাগলি, আমাকে কাঁদাবি নাকি!” রণবীরের স্বভাবসিদ্ধ মজাদার ভঙ্গিতে এই  প্রতিক্রিয়া মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। 
  
জানা যায়, শুটিংয়ের সময় থেকেই সারার প্রতিটি দৃশ্যে তাঁকে গাইড করতেন রণবীর, ভুল হলে উৎসাহ দিতেন এবং আত্মবিশ্বাস বাড়াতেন। ছবির মুক্তির পর সারার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন দর্শকরা। অনেকেই লিখেছেন, তাঁর মধ্যে ভবিষ্যতের বলিউডে উজ্জ্বল নাম হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।  

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ বর্তমানে বক্স অফিসে দারুণ সাফল্য পাচ্ছে। অ্যাকশন, আবেগ ও জমজমাট অভিনয়ের মেলবন্ধনে ছবিটি দর্শক-সমালোচক সকলের কাছেই প্রশংসিত।