সোমবার ৮ ডিসেম্বর ৯০ বছরে পা রাখার কথা ছিল ধর্মেন্দ্রর। কিন্তু তার কয়েক সপ্তাহ আগেই প্রয়াত হন বর্ষীয়ান অভিনেতা। গত ২৪ নভেম্বর বলিউড হারিয়েছে অনন্য কিংবদন্তিকে। পরিবার-পরিজন থেকে তারকা মহল, এদিন নেটপাড়ায় চোখ রাখলেই দেখা গিয়েছে হি ম্যানের স্মৃতিচারণার নানা পোস্ট, ছবি। এই বিশেষ দিনে ধর্মেন্দ্রর অনুরাগীদের জন্য এক আবেগঘন মুহূর্ত নিয়ে এসেছে তাঁর শেষ ছবি 'ইক্কিস'-এর নির্মাতারা।
ম্যাডক ফিল্মস 'ইক্কিস' ছবির সেটে ধর্মেন্দ্রের বলা একটি হৃদয়স্পর্শী বার্তা ভিডিও আকারে প্রকাশ করেছে, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। শ্রীরাম রাঘবন পরিচালিত এই ছবিটি ধর্মেন্দ্রের মরণোত্তর মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে চলেছে। ছবিটির শুটিং শেষ হওয়ার দিনের এই ভিডিওতে দেখা যায়, এত বড় একজন তারকা হয়েও ধর্মেন্দ্রের বিনয় ও নম্রতা ঠিক কতটা গভীর ছিল।
ভিডিওতে প্রবীণ অভিনেতাকে তাঁর স্বভাবসিদ্ধ সরলতায় বলতে শোনা যায়, "আমি ম্যাডক ফিল্মস, এই দল এবং ক্যাপ্টেন শ্রীরাম জি-র সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত খুশি। ছবিটি খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমার মনে হয়, ভারত ও পাকিস্তান-উভয় দেশেরই ছবিটি দেখা উচিত।" এরপরই তিনি এক আবেগঘন কথা বলেন, যা নেটিজেনদের মন ছুঁয়ে যায়।
শুটিংয়ের শেষ দিনে নিজের অনুভূতি ব্যক্ত করে ধর্মেন্দ্র বলেন, "আজ শুটিংয়ের শেষ দিন, তাই আমি কিছুটা খুশি, আবার একইসঙ্গে বিষণ্ণ। আমি তোমাদের সবাইকে ভালবাসি। কোথাও যদি আমার কোনও ভুল হয়ে গিয়ে থাকে, তার জন্য আমাকে ক্ষমা করে দিও।" অনুরাগীদের মতে, একজন বিশ্বখ্যাত অভিনেতা হয়েও নিজের টিম ও সহকর্মীদের কাছে এমন বিনম্র ব্যবহার মহানুভবতার পরিচয়। এই বার্তার সরলতা এবং ধর্মেন্দ্রের বিনয়ী অভিব্যক্তিই ভিডিওটিকে রাতারাতি ভাইরাল করে তুলেছে। ম্যাডক ফিল্মস ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখে, "এক কিংবদন্তির নয় দশক, যিনি দেখিয়েছেন যে প্রকৃত মহত্ত্ব শুরু হয় বিনয় দিয়ে।" 'ইক্কিস' ছবিটি মুক্তি পাবে ২৫ ডিসেম্বর। এই ছবিতে ধর্মেন্দ্র ছাড়াও প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অগস্ত্য নন্দা।
প্রসঙ্গত, নভেম্বরের শুরুতে ধর্মেন্দ্রকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১০ নভেম্বর তাঁর মৃত্যুর গুজব ছড়ালেও এষা দেওল ও হেমা মালিনী তা নস্যাৎ করে জানিয়েছিলেন, তিনি সেরে উঠছেন। কিন্তু শেষরক্ষা হয়নি। ২৪ নভেম্বর জুহুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পবন হংস শ্মশানে পারিবারিকভাবে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। অন্তিম বিদায় জানাতে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দ, শাহরুখ খান, সলমন খানসহ চলচ্চিত্র জগতের বহু তারকা। কিংবদন্তির প্রয়াণে আজও শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
