আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি থেকে আগেই সরে গিয়েছিলেন। ইংল্যান্ড সফরের আগে টেস্ট ফরম্যাট থেকেও সরে দাঁড়িয়েছিলেন তিনি। হাতে এখন কেবল ওয়ানডে ফরম্যাট। বিরাট কোহলি কিন্তু ওয়ানডের জন্য তৈরি হচ্ছেন জোরকদমে। অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ। সেই সিরিজকেই পাখির চোখ করছেন কোহলিআগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিরিজ বাতিল হয়ে গিয়েছে। ফলে ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ সেই অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

ইনডোরে অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট। সেই ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। গুজরাট টাইটান্সের সহকারী কোচ নইম আমিনের সঙ্গে ট্রেনিং করছেন কোহলি। সেই ছবি পোস্ট করে ক্যাপশন হিসেবে কোহলি লিখেছেন,''থ্যাঙ্কস ফর হেল্পিং আউট উইথ দ্য হিট, ব্রাদারঅলওয়েজ লাভলি টু সি ইউ''

আরও পড়ুন: সানিয়ায় মন মজেছে শচিন-পুত্রের, সারার দাদার বাগদানও সারা, চেনেন অর্জুনের সঙ্গিনীকে?

বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। স্বাভাবিক প্রক্রিয়া অনুযায়ী দলে স্থান পাওয়া উচিত রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এখনও সরকারিভাবে একদিনের ক্রিকেট দলের অধিনায়ক রোহিত। কিছু রিপোর্টে জানা যাচ্ছে, দেশের জার্সিতে সেটাই হতে পারে দুই মহাতারকার শেষ সিরিজ। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এগোতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই টি-২০ এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং কোহলি। শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবেন। কিন্তু চলতি বছর ভারতের খুব বেশি একদিনের ম্যাচ নেই। সুতরাং, মাত্র কয়েকটা ম্যাচ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে যথেষ্ট হবে কিনা সেই নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

.

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন দুই তারকা। তাঁর মতে, টেস্ট খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল তাঁদের। আকাশ চোপড়া বলেন, 'দু'জনেই ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেহঠাৎ করে টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে নেয়ওরা শুধু একদিনের ক্রিকেট খেলবে বলে জানিয়েছে। এটাই সমস্যার। টেস্ট ক্রিকেট সবচেয়ে কঠিন। সাদা বলের ক্রিকেট গড়পড়তা। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আলাদা। টেস্ট যতটা কঠিন, ব্যাটারদের জন্য একদিনের ক্রিকেট ততটাই সহজ। সেইভাবে কোনও চাপ থাকে না।'

পরের আইপিএলের আগে মাত্র ন'টি একদিনের ম্যাচ খেলবে ভারত। কিন্তু রোহিত, বিরাট টেস্ট এবং টি-২০ না খেলায়, নিজেদের মোটিভেট করা কঠিন হবে। এই প্রসঙ্গে চোপড়া বলেন, 'বছরে মাত্র ন'টা একদিনের ম্যাচ খেললে, সেক্ষেত্রে মাত্র ন'দিন ওরা খেলার মধ্যে থাকছে। তাহলে নিজেদের মোটিভেট করা কীভাবে সম্ভব? প্রস্তুতি কী করে হবে? ফিট থাকা এবং সেরা ছন্দে থাকা কি সম্ভব? আমি এটাই ভাবছি। বরং, টি-২০ এবং একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে টেস্ট খেলা উচিত ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেললে ২৫ দিন ওরা খেলার মধ্যে থাকত। তারপর ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ ছিল।' তিনি মনে করেন, টেস্টের পাশাপাশি ইচ্ছে হলে রঞ্জি ট্রফিতেও খেলতে পারতেন দুই মহাতারকা

আকাশ চোপড়া মনে করেন, বিজয় হাজারে ট্রফির পারফরম্যান্স দল নির্বাচনে প্রভাব ফেলবে না। চোপড়া বলেন, 'বিজয় হাজারে ট্রফি ডিসেম্বরে হবে। তখন খেলে কী হবে? পরের আইপিএলের আগে ন'টা একদিনের ম্যাচ খেলবে ভারত। শুধুমাত্র নয় দিনের ক্রিকেট। তার বাইরে তোমরা খেলছো না। প্র্যাকটিস করছো না। রোহিত শর্মা এবং বিরাট কোহলির বিজয় হাজারে ট্রফি খেলার প্রয়োজন নেই। সংশ্লিষ্ট টুর্নামেন্টে পারফরম্যান্সের বিচারে তাঁদের দলে নেওয়া হবে না।' আকাশ চোপড়া মনে করছেন, শুধুমাত্র একদিনের ক্রিকেট খেলে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত টিকে থাকতে পারবেন না দুই তারকা

আরও পড়ুন: 'কামিন্সরা আমাদের খেলোয়াড়দের উলঙ্গ করে দিত', পাকিস্তানের লজ্জার হারের পরে শোয়েবের বোমা ...