আজকাল ওয়েবডেস্ক: শচিন-পুত্র। জীবনের শুরু থেকেই চর্চায়। বড় হওয়া, খেলা ধূলো। বাবার মতো হচ্ছে কি? ভাল খেললেও চর্চা, ভাল না খেললেও। বাবার মতো মিতভাষী কি না, নজর সেদিকেও। তবে অর্জুনের জীবনের নতুন ইনিংস বুধ সন্ধ্যায় নজর ঘুরিয়ে দিয়েছে বাকি সব দিক থেকে। এখন আর বাবার সঙ্গে তুলনা নয়, তুলনা নয় বাকিদের সঙ্গেও। বরং এখন আলোচনায়, সেই যুবতী, যাঁর প্রেমে মজেছেন শচিন-পুত্র। অনেকেই বলছেন সম্পর্ক নিয়ে মাঝে-মধ্যেই চর্চায় থাকা বোনকে একেবারে এক গোলে হারিয়ে লাইমলাইটে দাদা। 

 

জানা যাচ্ছে, সারার দাদার বাগদান পর্বও সারা। এই সবে, ঘণ্টাখানেক আগেই শুভ কাজ সেরে ফেলেছেন। সূত্রের খবর, বুধ সন্ধেয় অর্জুন তেন্ডুলকর বাগদান পর্ব সেরেছেন সানিয়া চন্দোকের সঙ্গে। উপস্থিত ছিলেন তেন্ডুলকর এবং ঘাই-চান্দোক পরিবারের ঘনিষ্ট আত্মীয়-বন্ধু।

আরও পড়ুন: উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, এই তারিখেই শুরু হবে শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল, রইল বড় আপডেট

কে এই সানিয়া? জানা গিয়েছে মুম্বইয়ের বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি সানিয়া। ঘাই পরিবার মুম্বইয়ে পরিচিত হোটেল শিল্প, নিজেদের আইসক্রিম ব্র্যান্ডের জন্য। সানিয়া নিজেও ব্যবসায় তুখোড়। শোনা যায়, দক্ষতার সঙ্গে সংস্থার কাজ-কর্মের দেখভাল করেন তিনি।  অর্থাৎ এবার ব্যবসায়ী পরিবারের জামাই হচ্ছেন ক্রিকেটের বাঁ-হাতি বোলার।   

সঙ্গিনীকে নিয়ে জানা গেল, এবার এক নজর, তারকা-পুত্র, পেশাদার এই ক্রিকেট খেলোয়াড়ের দিকে-

বয়স এখন দু' দশক আর তিন দশকের মাঝামাঝি। বোলার। বেশ জোরে বল করেন বলেই খেলার মাঠের খবর। অর্জুন  মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছেন। ৩০ লক্ষ টাকা দিয়ে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে দলে নিয়েছিল।

 

আরও পড়ুনবিয়ের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে আগুন জ্বালানো নাচ রোহিতের, হিটম্যানের সেই ভিডিও নিমেষে ভাইরাল...

এপ্রিল মাসে, অর্থাৎ এই মাসখানেক আগে অর্জুন প্রসঙ্গে যুবরাজ সিংয়ের বাবা যোগরাজের এক মন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছিল। তিনি বলেছিলেন, শুধু শুধু বোলিং করিয়ে নষ্ট করা হচ্ছে ক্রিকেট ঈশ্বরের পুত্রকে। তাঁকে ব্যাটিং করতে দেওয়া উচিত। তারও আগে, যোগরাজ বলেছিলেন, 'অর্জুন তেণ্ডুলকর যদি আমার কাছে এখন আসে, আমি ওকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান বানিয়ে দেব ছ' মাসের মধ্যে। ওর ব্যাটের হাত কত ভাল, তা অনেকেই জানেন না। ও আমার সঙ্গে ১২ দিন ছিল, রঞ্জি ট্রফির অভিষেকে শতরান করে অর্জুন। কিছু বুঝলেন?' 

 

কীভাবে শচীন-পুত্রর দায়িত্ব নিয়েছিলেন যোগরাজ, সেই কথা উঠে এসেছিল এক সাক্ষাৎকারে। যোগরাজ সেখানে বলেছিলেন, ''শচীন আর যুবরাজ এসে আমাকে অনুরোধ করে অর্জুন তেণ্ডুলকরের দায়িত্ব নাও। আমার সঙ্গে  ১০-১২ দিন ছিল। আমার মতে, অর্জুন দুর্দান্ত একজন ব্যাটসম্যান। ওকে কেন বোলিংয়ে ফেলে রাখা হয়েছে? বোলিং করিয়ে ওর মতো প্রতিভাকে কেন নষ্ট করা হচ্ছে?''