আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডে ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একশো রানও করতে না পারা পাকিস্তানের শক্তি-সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিলেন শোয়েব আখতার। টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস।
ত্রিনিদাদে ক্যারিবিয়ানদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। যে ক্যারিবিয়ানরা এখন হাসির খোরাকে পরিণত হয়েছে। খেলতে নামলেই হার হয়ে গিয়েছে দস্তুর। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন পথ হারিয়েছে। সেই ওয়েস্ট ইন্ডিজের বোলার জেডেন সিলস একাই ৬ উইকেট নিয়ে পাকিস্তানকে তাসের ঘরের মতো ভেঙে দেন।
২৯৫ রান তাড়া করতে নেমে মাত্র ৯২ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের জবাব। ২০২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে ওয়েস্ট ইন্ডিজ। টানা দু'ম্যাচ জিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের পকেটস্থ। সিরিজের ফলাফল ওয়েস্ট ইন্ডিজ ২ পাকিস্তান ১। ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতলেও টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ১-২ হারায় পাকিস্তান।
আরও পড়ুন: একাধিক অধিনায়ক তত্ত্বে ইতি টানার ইঙ্গিত? এশিয়া কাপের আগে তাৎপর্যপূর্ণ বার্তা বোর্ডের
ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের এহেন হার দেখে পাক কোচ মাইক হেসনের সমালোচনা করেন শোয়েব আখতার। টেলিভিশন অনুষ্ঠানে রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেন, ''মাইক হেসন ভাল টি-টোয়েন্টি কোচ। ওয়ানডেতে তাঁর কতটা দক্ষতা আমার জানা নেই। এই ফরম্যাটে ভাল মানের খেলোয়াড় না খেলালে এরকমই হবে।''
৫০ ওভারের ম্যাচে পাকিস্তান ৩০ ওভারও খেলতে পারেনি। কেউ পঞ্চাশও করতে পারেনি। এই হতশ্রী হারের জন্য শোয়েবের নিশানায় টিম ম্যানেজমেন্ট, “প্রতিষ্ঠিত অলরাউন্ডার, ব্যাটসম্যান, বোলার ও স্পিনার না খেলালে, পুরো ৫০ ওভার খেলা সম্ভব নয়।'' শোয়েবের সংযোজন, ''নীতি ঠিক না হলে খেলোয়াড়রা কী করবে! পেস সহায়ক উইকেটে য় খেলোয়াড়দের আসল চেহারা বেরিয়ে আসে।”
পেসাররা যে উইকেটে সহায়তা পায় সেখানে পাকিস্তান ব্যাটিংয়ের কঙ্কাল বেরিয়ে আসে। শোয়েব কটাক্ষ করেন পাক ব্যাটিং অর্ডারের। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস বলেছেন, ''ওদের ধন্যবাদ জানানো উচিত। ওয়েস্ট ইন্ডিজ দলে প্যাট কামিন্স বা মিচেল স্টার্ক ছিল না। ওরা থাকলে এবং এই উইকেট পেলে তো আমাদের প্লেয়ারদের উলঙ্গ করে দেবে।''
প্রায় দুই বছর অতিক্রান্ত সেঞ্চুরির মুখ দেখেননি বাবর আজম। মুলতানে ২০২৩ সালের ৩০ আগস্ট সেই নেপালের বিরুদ্ধে সেঞ্চুরি করেছিলেন। তার পর আর তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেননি। গুরুত্বপূর্ণ ম্যাচে বাবর আজম করেন মাত্র ৯ রান। অধিনায়ক মহম্মদ রিজওয়ান খাতা না খুলেই ফিরে যান প্রথম বলে।
আরও পড়ুন: 'লড়াই করে প্রতিষ্ঠা পেয়েছি, ১৭ তারিখ আমরাই জিতব', ডার্বির আগে হুঙ্কার ইস্টবেঙ্গল শীর্ষকর্তার
