আজকাল ওয়েবডেস্ক: মেলায় হুল্লোড়ের মাঝেই ঘটল বিপত্তি। চলন্ত নাগরদোলা থেকে ছিটকে পড়লেন এক তরুণী। তবে মাটিতে ধপ করে পড়ার আগেই নাগরদোলার একটি কেবিনের লোহার রড শক্ত করে ধরে ফেলেন ওই তরুণী। আর তার জেরেই ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে বরাত জোরে রক্ষা পেলেন তিনি। চলন্ত নাগরদোলায় ঝুলন্ত তরুণীকে দেখে শিউরে ওঠেন স্থানীয়রা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের ভাটাপাড়ায়। সেই এলাকায় মিনাবাজারে একটি মেলা বসেছিল। সেই মেলাতেই ঘটনাটি ঘটেছে। চলন্ত নাগরদোলা থেকে হঠাৎ ছিটকে পড়ে যান এক তরুণী। কিন্তু তখনই নাগরদোলার একটি কেবিনের লোহার দণ্ড ধরে ফেলেন। ৩০ ফুট উঁচু ওভাবেই ঝুলতে থাকেন তরুণী। কোনও মতে প্রাণে বেঁচে যান তিনি।
আরও পড়ুন: রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে শিশু, মহিলাদের নিথর দেহ, সকলেই পুজো দিয়ে ফিরছিলেন, ভোরবেলায় শিউরে ওঠা দৃশ্য এই রাজ্যে
ঘটনাটির ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, নাগরদোলায় কয়েকজন বন্ধুদের সঙ্গে উঠেছিলেন তরুণী। একেবারে উঁচুতে থাকাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে নাগরদোলার একটি কেবিন থেকে তরুণী ছিটকে পড়ে যান। সঙ্গে সঙ্গে একটি কেবিনের লোহার রড ধরে ফেলেন। তাঁর চিৎকার শুনেই আশেপাশের লোকেরা জড়ো হয়ে যান নাগরদোলার সামনে।
তড়িঘড়ি করে চলন্ত নাগরদোলা থামানোর জন্য চিৎকার করতে থাকেন উপস্থিত জনতা। তরুণীর পরনে ছিল শাড়ি। সেই শাড়ি নাগরদোলায় জড়িয়ে আরও বড় বিপদ হতে পারত। চলন্ত নাগরদোলা থেকে নীচে পড়ে, মৃত্যু পর্যন্ত হতে পারত তরুণীর। কিন্তু ৩০ ফুট উঁচুতে যেভাবে তিনি ঝুলেছিলেন, তা দেখেই আঁতকে উঠেছেন সকলে। বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনও মতে রক্ষা পেয়েছেন তিনি।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14">
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by It's Munna ❤️???? (@cute_boy__munna__)
ভিডিওতে দেখা গেছে, চিৎকারের শব্দ শুনেই ছুটে আসেন কর্মীরা। তড়িঘড়ি করে নাগরদোলার গতি কমিয়ে দেওয়া হয়। তরুণীও কেবিনে ওঠার চেষ্টা করছিলেন। তখন তড়িঘড়ি করে কর্মীরা হাত বাড়িয়ে দেন তরুণীর দিকে। সেই কর্মী এবং নাগরদোলার কয়েক জন আরোহী মিলে তরুণীকে উদ্ধার করেন। তিনি বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
প্রসঙ্গত, অতীতে নাগরদোলায় আরও বিপত্তি ঘটেছিল। গতবছর নভেম্বর মাসে উত্তরপ্রদেশের কনৌজে নাগরদোলায় চলাকালীন এক বালিকা ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে। মাধোনগর গ্রামে মেলায় গিয়েছিল ১৩ বছরের বালিকা অনুরাধা কাথেরিয়া। মেলায় গিয়ে নাগরদোলায় চড়েছিল অনুরাধা। মেলায় উপস্থিত ছিলেন তার আত্মীয়রাও। আচমকাই ঘটে দুর্ঘটনাটি। নাগরদোলায় আটকে যায় অনুরাধার চুল। তখনও নাগরদোলাটি ঘুরছিল। ঘুরতে ঘুরতে চুল পেঁচিয়ে অনুরাধার তালু ছিঁড়ে আসে।
পুলিশ সূত্রে খবর, অনুরাধার চিৎকার শুনেই তড়িঘড়ি করে নাগরদোলা থামিয়ে দেন কর্মীরা। রক্তাক্ত অবস্থায় অনুরাধাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। শারীরিক অবস্থার আরও অবনতি হলে লখনউয়ের এক হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল অনুরাধা।
প্রতিবছর মাধোনগরে শ্রী শ্রী ১০০৮ স্বামী নিত্যানন্দ সেবা সমিতি দু'দিন ব্যাপী মেলার আয়োজন করে। সেই মেলাতে দুর্ঘটনাটি ঘটেছিল। স্থানীয় সূত্রে খবর, খোলা চুলে নাগরদোলায় উঠেছিল অনুরাধা। হাসপাতালে ভর্তি করা হলেও, তার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক ছিল।