আজকাল ওয়েবডেস্ক: ঘুরতে গিয়ে জেগে উঠেছিল প্রেম। একে অপরকে জড়িয়ে ধরেছিলেন বাহুবন্ধনে। কিন্তু সেই মধুর মিলনই যে শেষ সঙ্গম হবে তা স্বপ্নেও কল্পনা করেননি যুগল। কিন্তু কামের বশে এমন ভুল করে ফেললেন যে প্রাণ গেল দু’জনেরই। গাড়ির ভিতরে সঙ্গম করতে গিয়ে প্রাণ হারালেন যুগল। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রাজিলের একটি পাহাড়ে।
আরও পড়ুন: একবার লাগালেই ঘণ্টার পর ঘণ্টা চলবে! থ্রি ডি প্রিন্টারে কৃত্রিম পুরুষাঙ্গ তৈরি করলেন বিজ্ঞানীরা
ব্রাজিলের সংবাদসংস্থার খবর অনুযায়ী, মৃত যুবকের নাম মারকোন কার্ডোসো। বয়স ২৬। তাঁর এক ৪ বছর বয়সি সন্তানও রয়েছে। যুবকের সঙ্গে ছিলেন প্রেমিকা আদ্রিয়ানা রিবিয়েরো। আদ্রিয়ানার বয়স ছিল ৪২ বছর। তিনি দুই সন্তানের মা।
আরও পড়ুন: ‘স্তনদুগ্ধ আইসক্রিম’ খেতে হুড়োহুড়ি বড়দেরও! কত দাম? কোথায় পাওয়া যাবে এই স্বাদ?
মারকোন এবং আদ্রিয়ানা ভেন্দা নোভা দো ইমিগ্রান্তে নামের একটি ছোট্ট শহরে গিয়েছিলেন বেড়াতে। একটি পার্টিতে অংশ নেওয়ার পর মনোরম দৃশ্য দেখতে দু’জনে গাড়ি করে উঠেছিলেন পাহাড়ে। সেখানেই সুন্দর দৃশ্য দেখতে পাহাড়ি রাস্তায় খাদের কিনারে গাড়ি দাঁড় করিয়েছিলেন তাঁরা। কিন্তু প্রেমের প্রাবল্যে নিজেদের সামলাতে পারেননি তাঁরা। গাড়ির ভিতরেই সঙ্গমে লিপ্ত হন তাঁরা। আর তাতেই বাধে বিপত্তি। সঙ্গমের কারণে নড়তে শুরু করে গাড়ি। তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গড়িয়ে পড়তে শুরু করে।
আরও পড়ুন: Exclusive: ধকধক আগুনে ঝলসানো তরবারি! আজকাল ডট ইন-এ দেবী চৌধুরানী-র প্রথম ঝলক
প্রাথমিক তদন্তের পর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমে গাড়িটি ৩০০ ফুট নিচে পড়ে। তার পর সেখান থেকে ফের একবার গড়াতে গড়াতে আরও নিচে পড়ে যায় গাড়িটি। সব মিলিয়ে প্রায় ১০০০ ফুট নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয় মারকোনের নগ্ন দেহ। কিছু দূর থেকে আদ্রিয়ানার দেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।
এক প্রত্যক্ষদর্শী তিয়াগো আমোরিম সংবাদমাধ্যমে বলেন, “দেখলাম গাড়ির ইঞ্জিনটি বহু দূরে ছিটকে পড়ল। প্রায় ১৫০ মিটার দূরে ছিটকে পড়ল গাড়িটা। এত ভয়ানক দৃশ্য আমি আগে দেখিনি। গাড়িটা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল।”
