আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মেগা নিলামে সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে রেকর্ড করেছিলেন বৈভব সূর্যবংশী। কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হয় তাঁর। মেগা নিলামে তিনি কোটিপতি ক্রিকেটারও হয়েছিলেন। সেই বৈভব সূর্যবংশীকে দেখে একবার চমকে গিয়েছিলেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউবে সঞ্জুকে বলতে শোনা গিয়েছে, ''আমি বৈভবকে একটা ছক্কা মারতে দেখেছিলাম। আমি ভেবেছিলাম এই বাচ্চা ছেলেটা বোধহয় ভাগ্যবান। কিন্তু ও একের পর এক ছক্কা মেরেই চলল। ওই শটগুলোর কোয়ালিটি দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম।''
সঞ্জুর কথা শুনে অশ্বিন নিজের অভিজ্ঞতা শেয়ার করেন।
তিনি বলেন, ''শুধুমাত্র মারমুখী ব্যাটিং নয়। আমি একটা বল ওকে করেছিলাম। ও কভারে মারল। পরের বলটা স্লো করে দিই। দেখতে চাইছিলাম ও আবার ওই বলটায় মারে কিনা। আমি দেখলাম বৈভব বলটার জন্য অপেক্ষা করে থাকল, তার পরে মিড অনে বলটা মেরে সিঙ্গলস নিল। আমি ভাবছিলাম, এই ছেলেটা কোথা থেকে এসেছে? মাত্র ১৪ বছর বয়স। ১৮ বছর আগে আইপিএলে অভিষেক হয়েছিল আমার। সেই ছেলেটাই এরকম ব্যাটিং করছে।''
আরও পড়ুন: আইসিসি মাসের সেরা প্লেয়ার, আরও একটি রেকর্ড গিলের
আইপিএলে সোয়াই মান সিং স্টেডিয়ামে দ্রুততম সেঞ্চুরি হাঁকান সূর্যবংশী। ইংল্যান্ডে অনুষ্ঠিত ভারতের অনূর্ধ্ব ১৯ সফরেও সূর্যবংশী ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স তুলে ধরেন। উদ্বোধনী ম্যাচে ১৯ বলে ৪৮ রান করেন সূর্যবংশী। দ্বিতীয় ম্যাচে ৩৪ বলে ৪৫ রান করেন তিনি। তৃতীয় ওয়ানডে-তে মাত্র ২০ বলে পঞ্চাশ করেন বাঁ হাতি ক্রিকেটার। তবে আইকনিক ইনিংসটা খেলেন উরসেস্টারে। মাত্র ৫২ বলে সূর্যবংশী সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সেঞ্চুরি করার পরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি। শেষ পর্যন্ত ৭৮ বলে ১৪৩ রান করেন সূর্যবংশী। সব মিলিয়ে ৩৫৫ রান করেন তিনি। টেস্ট ফরম্যাটে অবশ্য সূর্যবংশী ওয়ানডের মতো বিধ্বংসী মেজাজে ধরা দেননি। চারটি ইনিংসে ৯০ রান করেন। সূর্যবংশী মানেই রেকর্ড আর রেকর্ড।
১৪ বছর বয়সী এই কিশোর এবার বল হাতেও গড়ে ফেললেন নতুন কীর্তি। ভারতীয়দের মধ্যে যুব টেস্টে সবচেয়ে কম বয়সে উইকেট নেওয়ার রেকর্ড এখন সূর্যবংশীর ঝুলিতে। ইংল্যান্ডে দুরন্ত পারফরম্যান্সের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন বৈভব সূর্যবংশী।
২১ সেপ্টেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে ভারত ‘এ’ দলের সিরিজ। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের ‘সেন্টার অফ এক্সেলেন্স’–এ নিয়ে যাওয়া হয়েছে বৈভবকে। সেখানে বিশেষ অনুশীলন শুরু করেছে সে। ‘মাই খেল’–এর এক রিপোর্টে জানানো হয়েছে, ইংল্যান্ড থেকে ফিরে প্রথমে রাজস্থান রয়্যালসের অ্যাকাডেমিতে অনুশীলন করেছে বৈভব। তার পরে ‘সেন্টার অফ এক্সেলেন্স’–এ গিয়েছে সে। বেঙ্গালুরুর অ্যাকাডেমিতে ১০ আগস্ট থেকে অনুশীলন করছে বৈভব। সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে ১৪ বছরের এই ক্রিকেটারকে।
আরও পড়ুন: ২০১৪ সালে করেছিলেন মানহানির মামলা, অবশেষে ধোনির করা সেই মামলার শুনানি শুরু হতে চলেছে ...
