এখন মাত্র তিন থেকে ছয় মাসে যেখানে মেগা ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে সেখানে জি বাংলার 'জগদ্ধাত্রী' একের পর এক কামাল করছে টিআরপিতে। নতুন মেগা আসলেও তাদের সঙ্গে জোর টক্কর দিচ্ছে মুখার্জি পরিবার। যদিও একসময়ের 'বাংলা সেরা' ধারাবাহিক এখন প্রথম স্থান পায় না। তবে প্রথম পাঁচে বরাবরই নিজের জায়গা পাকা করে এই মেগা। চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে এই মেগা। 

 

মেগার গল্প এগিয়েছে বেশকিছু বছর। পরিস্থিতির শিকার হয়ে এখন হুইলচেয়ারে জগদ্ধাত্রী। এদিকে, পরিবারের থেকে অনেক দূরে এখন জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা। বড় হয়েছে আশ্রমে। কিন্তু মার এই অবস্থার জন্য যারা দায়ী, তাদের শাস্তি দিতে পিছপা হয় না সে। জ্যাস সান্যালের মতোই সাহসী সে। প্রথমদিকে মেয়েকে চিনতে না পারলেও এখন স্বয়ম্ভূ মেয়ের পরিচয় জানতে পেরে বেজায় খুশি। 

 

এদিকে, মাকে একটু একটু করে সুস্থ করে তুলেছে দুর্গা। জগদ্ধাত্রী যদিও সেভাবে শত্রুর মোকাবিলা করতে পারে না। কিন্তু মেয়ে দুর্গা ও স্বামী স্বয়ম্ভূর জন্য এখন বিপদমুক্ত সে। বাবা-মেয়ে মিলে এখন শত্রুর মুখোমুখি হতে পিছপা হয় না। মুখার্জি পরিবারেও নিজের জায়গা পাকা করেছে দুর্গা। একটু একটু করে বাড়ির মেয়ের জায়গাটা অর্জন করেছে সে। অন্যদিকে, নিজের জীবনেও বেশ খানিকটা এগিয়ে গিয়েছে দুর্গা। 


জীবনে প্রথমবার প্রেমে পড়ার অনুভূতি হল তার। স্বাধীনতা দিবসের মহড়াতে ঋষভ মৈত্রর গান শুনে দুর্গার যেন এক অন্যরকম অনুভুতি হল। মনের কথা সে ভাগ করে নিল কৌশিকী মুখার্জির সঙ্গে। তবে কি প্রেমে পড়ল দুর্গা? কেমন হবে তার নতুন যাত্রা? এই প্রশ্নের উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে। 

 

আরও পড়ুন: 'রাজ,শুভশ্রী ও রুক্মিণীর কাছে ক্ষমা চাইছি', 'ধূমকেতু' মুক্তির আগেই কেন এমন বললেন দেব?

 

দুর্গার নতুন নায়ক হিসেবে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে অভিনেতা ঋষভ ভৌমিককে। এর আগে দর্শক তাঁকে দেখেছেন স্টার জলসার ধারাবাহিক 'শুভ বিবাহ'তে। এবার নতুন নায়ক হয়ে 'জগদ্ধাত্রী'তে এন্ট্রি হল তাঁর। এই ধারাবাহিকের নতুন মোড়ে যে দারুণ চমক থাকবে, তা বলাই বাহুল্য। কিন্তু এর মধ্যেই এই মেগা ঘিরে চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে।

 

আরও পড়ুন: মা হতে গিয়ে চরম সঙ্কটে পড়বে 'কথা'? দিশেহারা 'এভি'! কী হতে চলেছে ধারাবাহিকের আগামী পর্বে?

 

নেটিজেনদের অনেকেই বলছেন যে, এবার নতুন নায়ক আসাতে, গল্প এগোবে দুর্গা ও তাকে ঘিরেই। তাই এবার হয়তো স্বয়ম্ভূর চরিত্রকে আর দেখা যাবে না। এমনই কিছুদিন ধরে পর্দার জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ অর্থাৎ অঙ্কিতা মল্লিক ও সৌম্যদীপ মুখোপাধ্যায়ের বনিবনা যে একদম নেই, সেই খবর ছড়িয়ে পড়েছে। যদিও পর্দায় তাঁদের দু'জনের কেমিস্ট্রি দেখে বোঝার উপায় নেই। তবে নিজেদের নিয়ে কখনও মুখ খোলেননি তাঁরা। এর আগেও সৌম্যদীপের ধারাবাহিক ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছিল। তবে সেই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা নিজেই। কিন্তু এবার নতুন নায়ক আসাতে স্বয়ম্ভূর চরিত্রের গুরুত্ব কমবে কিনা সেই বিষয়ে যদিও এখনও পর্যন্ত কিছু খোলসা করেননি চ্যানেল কর্তৃপক্ষ।