আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টেস্টের পঞ্চম দিন ছিল এক শ্বাসরুদ্ধকর কাহিনী। ভারতের সামনে ছিল মাত্র চারটি উইকেট, আর ইংল্যান্ডের প্রয়োজন ছিল মাত্র ৩৫ রান জেতার জন্য। কিন্তু প্রথম ঘণ্টার খেলাই ইতিহাস রচনা করেছে। প্রসিদ্ধ কৃষ্ণ এবং মহাম্মদ সিরাজ তাদের সমস্ত শক্তি দিয়ে ইংল্যান্ডের বাকি চার উইকেট তুলে নেন। ভারত জেতে ৬ রানের ব্যবধানে। দলের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানে জয়। এই জয় আরও বিশেষ, কারণ ভারতীয় দলে ছিলেন না তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিশচন্দ্রন অশ্বিন এবং যশপ্রীত বুমরা। এই পঞ্চম টেস্টের জয় ভারতীয় দলে আত্মবিশ্বাসের সঞ্চার করবে, যা ভবিষ্যতে দলের জন্য বড় সহায়ক হবে। তবে দিনের শুরুতেই ভারতের সামনে বড় চ্যালেঞ্জ ছিল।

আইসিসি ম্যাচ রেফারি জেফ ক্রো-এর সতর্কবার্তা ছিল। ভারতের ওভার-রেট ছয় ওভার পিছিয়ে থাকার কারণে তারা চারটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট হারাতে পারে। পয়েন্ট বাঁচানোর শর্ত ছিল স্পষ্ট। ইংল্যান্ডের উইকেট নিতে হবে বা ওভার-রেট বাড়াতে হবে, নইলে পয়েন্ট কাটা পড়বে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রতিটি পয়েন্টের গুরুত্ব অপরিসীম। ভারতের সিনিয়র টিম ম্যানেজমেন্ট, যার মধ্যে গম্ভীর, সহকারী কোচ সিতাংশু কোটাক এবং শুভমান গিল ছিলেন, একত্রিত হয়ে পরামর্শ করেন। এক সদস্য পরামর্শ দেন যে, স্পিনারদের উভয় এন্ড থেকে ব্যবহার করা উচিত কারণ তারা কম সময় নেবে ওভার শেষ করতে এবং পেনাল্টি এড়ানো সম্ভব হবে।

কিন্তু গম্ভীরের দৃঢ় সিদ্ধান্ত ছিল, ‘আমরা জিতব, পেনাল্টির চিন্তা করব না।’ অবশেষে, পঞ্চম দিনে শুধুমাত্র পেসাররা প্রসিদ্ধ কৃষ্ণ ও মহম্মদ সিরাজ বোলিং করেন এবং এক ঘণ্টার মধ্যে ইংল্যান্ডের বাকি চার উইকেট তুলে নেন। গম্ভীরের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়, ভারত কোনও পেনাল্টি পায়নি এবং বর্তমানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার পিছনে। আগামী ২০২৫-২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে একদম শীর্ষে থাকা দুই দলই খেলবে। অন্যদিকে, ওভালে বেন ডাকেটকে আউট করে আকাশ দীপ যে আচরণ করেছিলেন তার জন্য শাস্তি চেয়েছেন ইংরেজ ব্যাটারের কোচ। ওভাল টেস্টে ডাকেটকে আউট করে তাঁর গলা জড়িয়ে ধরে বিদায় জানিয়েছিলেন আকাশ দীপ। বিষয়টা একেবারেই পছন্দ হয়নি ডাকেটের ছোটবেলার কোচ জেমস নটের।

তিনি বলেছেন, ‘খুব হাড্ডাহাড্ডি সিরিজের একটা অংশ ছিল ওটা। তবে তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে যাতে ওই কাজ না করে তার জন্য শাস্তি দেওয়া দরকার ছিল। ব্যক্তিগত ভাবে ওই ঘটনায় অবশ্য আমি বিশেষ চিন্তিত নই।’ এটা ঘটনা, ওভালে ইংল্যান্ডের ইনিংসের শুরু থেকেই লেগে গিয়েছিল আকাশ দীপ ও ডাকেটের। তাঁর একটা বল রিভার্স পুল করে ছক্কা মারেন ডাকেট। তার পর ইংরেজ ব্যাটার আকাশ দীপকে বলেন, ‘তুমি আমাকে আউট করতে পারবে না।’ এতে আকাশ দীপও উত্তেজিত হয়ে পড়েন। দু’জনের মধ্যে লড়াই চলতে থাকে। ৪৩ রানের মাথায় আকাশ দীপের বলে রিভার্স স্কুপ করার চেষ্টা করেন ডাকেট। বল ব্যাটের কানায় লাগে। উইকেটরক্ষক ধ্রুব জুরেল ক্যাচ ধরেন। ৩৮ বলে ৪৩ রান করে আউট হন ডাকেট। তার পরে দেখা যায়, আকাশ দীপ ডাকেটের গলা জড়িয়ে ধরে কিছু একটা বলছেন। তাঁর মুখে হাসি থাকলেও ধারাভাষ্যকারদের মনে হয়েছে বিদ্রুপ করছেন তিনি। ডাকেটের মুখে কিন্তু হাসি ছিল না। কিছুক্ষণের মধ্যে আকাশ দীপকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান লোকেশ রাহুল।