আজকাল ওয়েবডেস্ক: ৬৯তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ বছরের বালিকা বিভাগের আরটিস্টিক জিমন্যাস্টিক্সে সার্বিক চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গের মেয়েদের দল। ৬৯তম জাতীয় স্কুল জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা বুধবার থেকে কলকাতায় শুরু হয় I উদ্বোধনী অনুষ্ঠান ছিল সল্টলেকের আইবি গ্রাউন্ডে। স্কুল গেমস ফেডারেশন অফ ইন্ডিয়া আয়োজিত জাতীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আইবি গ্রাউন্ড মিনি ভারতবর্ষের রূপ নেয়। পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের শরীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় এই প্রতিযোগিতা চলছে কলকাতায়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশেষ সচিব এবং অ্যাডিশনাল ডিরেক্টর সুরজিৎ রায়। অনূর্ধ্ব-১৪, ১৭ এবং ১৯ এর ছেলে এবং মেয়েদের বিভাগের এই প্রতিযোগিতা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত l 

সারা ভারতবর্ষের রাজ্যসমূহের বিদ্যালয় দল‌ এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের দল সহ মোট ৩১টি ইউনিট অংশগ্রহণ করছে। সারা দেশের অনূর্ধ্ব-১৯ বিভাগের ২৯০জন মেয়ে এবং ২৪৯ জন ছেলে অংশগ্রহণ করছে। অনূর্ধ্ব-১৭ ছেলেদের বিভাগে ১৭১জন এবং মেয়েদের বিভাগে ২৫০ জন অংশগ্রহণ করছে। কোচ, ম্যানেজার, বিচারক এবং সংগঠক সহ প্রায় ১৪০০ মানুষ নিযুক্ত আছে এই কর্মযোগে। অনূর্ধ্ব-১৪ ছেলে এবং মেয়েদের বিভাগের প্রতিযোগী ও কোচ ম্যানেজার সহ আরও প্রায় ৬০০জন ১৯ জানুয়ারি প্রতিযোগিতায় যোগ দেবে।সল্টলেকের সাই কমপ্লেক্স , হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে এবং গার্ডেন রিচের বিএনআর স্টেডিয়ামে এই জিমনাস্টিক্স প্রতিযোগিতা চলছে। পশ্চিমবঙ্গের জিমনাস্টিক্স দল, কোচ ম্যানেজার সহ ৫৬জন অংশগ্রহণ করছে। এরমধ্যে ২৮ জন মেয়ে এবং ২১ জন ছেলে বাংলা জিমন্যাস্টিক্স দলের প্রতিনিধিত্ব করছে।