আজকাল ওয়েবডেস্ক: ২১ জানুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু হবে। তার আগে দলে দুটো বড় পরিবর্তন হল। টি-২০ বিশ্বকাপের আগে সূর্যকুমার যাদবদের এটাই শেষ দ্বিপাক্ষিক সিরিজ। দল ঘোষণা করার পর চোটের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে ছিটকে যান তিলক বর্মা এবং ওয়াশিংটন সুন্দর। তাঁদের পরবর্ত ঘোষণা করল বিসিসিআই। দলে এলেন শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই। পাঁচ ম্যাচের জন্যেই নেওয়া হয়েছে ছোটখাট চেহারার স্পিনারকে। অন্যদিকে প্রথম তিন টি-২০ ম্যাচের জন্য সুযোগ পান শ্রেয়স। ওয়াশিংটন এবং তিলক দু'জনেই ভারতের টি-২০ বিশ্বকাপ দলের অঙ্গ। এই পরিস্থিতিতে শ্রেয়স এবং বিষ্ণোইয়ের সুযোগ পাওয়া তাৎপর্যপূর্ণ।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, '৭ জানুয়ারি রাজকোটে পেটের সমস্যার জন্য অস্ত্রোপচার হয় তিলক বর্মার। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হায়দরাবাদ উড়ে গিয়েছে। ধীরে ধীরে সুস্থ হচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটে টি-২০ ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। বাকি দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে কিনা সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে। ট্রেনিংয়ে ফেরার পর বোঝা যাবে।' এই পরিস্থিতিতে শ্রেয়সের টি-২০ দলে প্রত্যাবর্তন স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে, আসন্ন বিশ্বকাপের জন্য বিকল্প ব্যবস্থা রাখতে চাইছেন নির্বাচকরা। টি-২০ বিশ্বকাপের আগে তিলক পুরোপুরি সুস্থ না হতে পারলে, বিকল্পের কথা ভাবা হতে পারে।
বোর্ডের বিবৃতিতে বলা হয়, 'প্রথম একদিনের ম্যাচে বল করার সময় বুকের নীচের দিকের পাঁজরে অস্বস্তি বোধ করেন ওয়াশিংটন সুন্দর। তারপর স্ক্যান করা হয়। ডাক্তারও দেখানো হয়। সাইড স্ট্রেন হয়েছে। কয়েকদিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। তারপর ইনজুরি ম্যানেজমেন্টের জন্য বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গিয়েছে ওয়াশিংটন। তাঁর পরিবর্ত হিসেবে রবি বিষ্ণোইয়ের নাম ঘোষণা করা হয়। এছাড়াও তিলক বর্মার পরিবর্তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটে টি-২০ ম্যাচের জন্য শ্রেয়স আইয়ারকে দলে নেওয়া হয়েছে।' চোট থেকে ফিরে বিজয় হাজারে ট্রফিতে রান পান শ্রেয়স। জাতীয় দলে প্রত্যাবর্তনের ম্যাচে ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে রান পাননি। কিন্তু টি-২০ সিরিজে আচমকা পড়ে পাওয়া সুযোগ হাতছাড়া করতে চাইবেন না মুম্বইকর। কিউয়িদের বিরুদ্ধে পারফরম্যান্সে টি-২০ বিশ্বকাপের রাস্তা পাকা করতে চাইবেন শ্রেয়স।
