আজকাল ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেটের সঙ্গে প্রেমপর্ব অব্যাহত ডেভিড ওয়ার্নারের। এবার বিগ ব্যাশের মঞ্চে নিজেকে আরও একবার মেলে ধরলেন তারকা ক্রিকেটার। সিডনি থাণ্ডার এবং সিডনি সিক্সারসের বিরুদ্ধে ম্যাচে আরও একবার রেকর্ডবুকে নাম তুললেন অস্ট্রেলিয়ান তারকা। ৬৫ বলে ১১০ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রান করেন। একদিকে ক্রমাগত উইকেট পড়ে। কিন্তু অন্যদিক আঁকড়ে ধরে থাকেন ওয়ার্নার। একাই লড়াই চালিয়ে যান। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে কেন তিনি এত বিপজ্জনক সেটা আরও একবার মনে করিয়ে দেন। সর্বাধিক টি-২০ শতরানে বিরাট কোহলিকে পেছনে ফেলে এগিয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। তিনি ১০টি সেঞ্চুরির মালিক। কোহলির ছিল নয়। এলিট তালিকায় তিন নম্বরে অজি তারকা। একনম্বরে ক্রিস গেইল। তাঁর শতরানের সংখ্যা ২২। দ্বিতীয় স্থানে বাবর আজম। ১১টি সেঞ্চুরি পাকিস্তানের তারকার।
শুধুমাত্র ওয়ার্নারের একশো নয়, এই ম্যাচের আরও তাৎপর্য ছিল। ১১ মরশুমে এই প্রথমবার বিবিএলে অংশ নেন মিচেল স্টার্ক। ৪ ওভারে ৩১ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। সিক্সার্সদের হয়ে বল হাতে নজর কাড়েন স্যাম করন। ২৮ রানে ৩ উইকেট পান। থাণ্ডারদের দুশোর গণ্ডি পার করতে দেননি। ওয়ার্নারের শতরান বিবিএলের ইতিহাসে তাঁর জায়গা আরও মজবুত করল। বর্তমানে এই লিগে তিনটে শতরান রয়েছে তাঁর। বেন ম্যাকডারমট এবং স্টিভ স্মিথের সঙ্গে একই জায়গায়। ২০২৫-২৬ বিবিএল মরশুমে এটা ওয়ার্নারের অষ্টম শতরান। টুর্নামেন্টের এক সংস্করণে সর্বাধিক। ৪১৪ টি-২০ তে কোহলির রান ১৩,৫৪৩। গড় ৪১.৯২। স্ট্রাইক রেট ১৩৪.৬৭। তারমধ্যে রয়েছে ৯টি শতরান, ১০৫টি অর্ধশতরান। এদিকে ৪৩১ টি-২০ ম্যাচে ওয়ার্নারের রান ১৩,৯১৮। স্ট্রাইক রেট ১৪০.৪৫। তারমধ্যে রয়েছে ১০টি শতরান এবং ১১৫টি অর্ধশতরান।
