টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
আবেগপ্রবণ শ্বেতা
রাখির দিন ভাইকে হারানোর বেদনা আরও তীব্রভাবে অনুভব করলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বোন শ্বেতা সিং কীর্তি। বিশেষ দিনে ইনস্টাগ্রামে একটি আবেগঘন ভিডিও ভাগ করেন তিনি। সেই ভিডিওতে ফুটে উঠেছে পরিবারের সঙ্গে সুশান্তের কাটানো হাসি-খুশির মুহূর্ত। ভিডিওর সঙ্গে দীর্ঘ একটি ক্যাপশন লিখেছেন শ্বেতা। সেখানে তিনি জানান, “কখনও কখনও মনে হয় তুমি আসলে আমাদের ছেড়ে যাওনি। এই তো আছো, পরের মুহূর্তেই আবার মনে হয় তুমি সত্যিই চলে গিয়েছ। তোমার হাসি শুধু প্রতিধ্বনি হয়ে থাকবে? তোমার কণ্ঠস্বর ধরা দেবে না, শুধু ম্লান স্মৃতির মতো ভেসে আসবে?”
তিনি আরও লেখেন, “তোমাকে হারানোর ব্যথা এতটাই গভীর যে শব্দ দিয়ে বোঝানো সম্ভব নয়। এই বেদনা আমার অন্তরে নীরবে বাস করে— এতটাই পবিত্র যে উচ্চারণ করতেও মন চায় না।”
শ্বেতা বলেন, একদিন সময় ও কথার সীমা ছাড়িয়ে তারা আবার মিলিত হবেন— যেখানে আত্মারা শুধু ভালবাসার নীরব ভাষায় একে অপরকে চিনবে। পোস্টের শেষ লাইনে তিনি লিখেছেন, “ততক্ষণ পর্যন্ত মনে মনে তোমার হাতে রাখি বাঁধব, আর প্রার্থনা করব— যেখানে আছো, তুমি যেন শান্তি, ভালবাসা ও আলোতে ঘিরে থাকো।”
'মেট্রো'র ওটিটি-মুক্তি

তখন সালটা ছিল ২০০৭। সেই বছর অনুরাগ বসুর নির্দেশনায় মুক্তি পেয়েছিল আদ্যোপান্ত প্রেমের গল্প 'লাইফ ইন আ মেট্রো'। ভিন্ন আঙ্গিকে শহরের প্রেমের কোলাজে লাইফ ইন আ মেট্রো ছিল সেই বছরের অন্যতম সেরা ছবি। দীর্ঘ ১৮ বছর পর নতুন ধারার প্রেমের প্রেমের গল্প নিয়ে অনুরাগ বসু ফিরেছেন 'মেট্রো ইন দিনো' নিয়ে। ৪ জুলাই ছবি মুক্তির পর দাগ কেটেছে দর্শকের মনে। প্রথমভাগের মতোই দ্বিতীয় ভাগও আধুনিক শহুরে জীবনের টানাপোড়েন সম্পর্কের জটিলতা এবং আবেগের প্রতিটি স্তরকে ছুঁয়েছে এই ছবি। এখনও বহু প্রেক্ষাগৃহে রয়েছে শো টাইম। সিনেমা মুক্তির পরই সিনেপ্রেমী মানুষ অপেক্ষায় থাকে কবে ওটিটি-তে মুক্তি পাবে সেই ছবি। তাঁদের জন্য এসে গেল সুখবর। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। আগামী ২৯ আগস্ট ওটিটিতে দর্শক দেখতে পাবেন এই ছবিটি।
নাম বদলালেন অভিনেত্রী
সলমন খান প্রযোজিত 'লাভযাত্রী’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন ওয়ারিনা হুসেইন। তারপর কার্যত অন্তরালে চলে যান। অভিনেত্রী ফিরছেন; তবে তাঁর চেয়েও বড় কথা, নিজের নামই বদলে ফেলেছেন তিনি। কিন্তু কেন? ‘লাভযাত্রী’ সিনেমাটি বক্স অফিসে সফল না হলেও 'ভাইজান'-এর ভগ্নিপতি আয়ুশ শর্মার বিপরীতে ওয়ারিনার উপস্থিতি ছিল সেই সময় আলোচনায়। কিন্তু এরপর তিনি যেন হঠাৎ করেই আড়ালে চলে যান। ইনস্টাগ্রাম থেকে নিজেকে সরিয়ে নেন, পর্দাতেও অনুপস্থিত থাকেন দীর্ঘ সময়। অবশেষে আবারও আলোচনায় এলেন ওয়ারিনা—তবে ভিন্ন নামে। ইনস্টাগ্রামে নিজের নাম বদলানোর কথা জানিয়ে একটি পোস্ট করেন তিনি। তাঁর নতুন নাম ‘হীরা ওয়ারিনা’। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি এখন থেকে হীরা ওয়ারিনা। এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত এসেছে সংখ্যাতত্ত্ব আর আত্মিক দিকনির্দেশনা থেকে। যাঁরা পাশে ছিলেন, তাঁদের ভালবাসা ভাষায় প্রকাশ করার নয়।’ নতুন নাম ঘোষণার পর অভিনেত্রীর অনুরাগীরা আশা করছেন, হয়তো এবার বলিউডে দ্বিতীয় ইনিংস শুরু হবে অভিনেত্রীর। নামবদলের ঘোষণার পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন।
