আজকাল ওয়েবডেস্ক: ম্যাচ সেরার পুরস্কার আলু। এমন অদ্ভুত ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারের কথা কেউ শুনেছেন আগে!
কেউ দেয় অর্থ, কেউ স্মারক! তাই বলে আলু!এমন পুরস্কারের কথা কস্মিনকালেও কেউ শুনেছেন বলে মনে হয় না। শুনতে অবাক লাগলেও ডেনমার্কের ফার্স্ট ডিভিশন ফুটবল লিগে ম্যাচ সেরা হওয়ার পুরস্কার হিসেবে ট্রাকভর্তি আলু দিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।
রবিবার নরশেল্যান্ড ও সোনারইয়ুস্কা ক্লাবের খেলা ছিল। সেই ম্যাচে নরশেল্যান্ডকে ৩–২ গোলে হারায় সোনারইয়ুস্কা ক্লাব।
সোনারইয়ুস্কার হয়ে প্রথম গোলটি করেন ফরাসি সেন্টার ব্যাক ম্যাক্সিম সউলাস। ভাল পারফরম্যান্স তুলে ধরার জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয় তাঁকে। ম্যাচ সেরা হওয়ার পুরস্কার হিসেবে তাঁকে দেওয়া হয় এক ঠেলাগাড়ি ভর্তি আলু!
আরও পড়ুন: সিরাজ ও গিলের মধ্যে মাঠের ভিতরেই লেগে গিয়েছিল, অধিনায়ককে জোর ধমক হায়দরাবাদির
ওজন হিসেবে তা ৫৫ কেজি। এত আলু খাওয়া কি সম্ভব একার পক্ষে! ম্যাচ সেরা হওয়া সউলাস বলছেন, ''আমাদের ক্লাবের ক্যাফেটেরিয়াতে আলুগুলো দিয়ে দিয়েছি। কিছু আলু আবার দেওয়া হয়েছে সুপ কিচেনে।''
সংশ্লিষ্ট ফুটবলারের হাতে কী পুরস্কার তুলে দেওয়া হবে, তা স্থির করে ম্যাচের স্পনসর। ম্যাচের আগেই তা স্থির করা হয়। ম্যাচ সেরার পুরস্কার হিসেবে ৫৫ কেজি আলু পাওয়ায় দারুণ খুশি সউলাস।
তবে ডেনমার্ক, নরওয়ের ফুটবলে এমন অভিনব ম্যাচ সেরার পুরস্কার নতুন কিছু নয়। নরওয়ের ক্লাব ব্রাইন এফকে ম্যাচ সেরার পুরস্কার হিসেবে চার ট্রে ডিম দিয়েছিল। আরও একবার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল ভেড়ার বাচ্চা।
আসলে এমন অভিনব পুরস্কারের কথা যাতে সংশ্লিষ্ট ফুটবলারটি মনে রাখেন চিরকাল, সেই কারণেই এমন সব পুরস্কার দেওয়া হয়। আর এরকম ধরনের পুরস্কার দেওয়া হলে, তা নিয়ে চর্চা হয় বেশি। সোশ্যাল মিডিয়ায় সবসময়ে আলোচিত হন সংশ্লিষ্ট ফুটবলার।
অবশ্য এই আলু দেওয়ার পিছনে অন্য কারণ রয়েছে। অনেকেই চাষ-আবাদের সঙ্গে জড়িত। শিকড়ের প্রতি সম্মান জানানোর জন্যই আলু দেওয়া হয়েছে ফরাসি ফুটবলারটিকে।
যে কারণেই দেওয়া হোক না কেন, ম্যাচ সেরার পুরস্কার হিসেবে আলু কিন্তু ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে গোটা বিশ্বে।
আরও পড়ুন: কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিং, কত নম্বরে উঠে এলেন ওভালের নায়ক?
