আজকাল ওয়েবডেস্ক: জন্মদিনের উদযাপন। নতুন শব্দ নয়, অপরিচিতও নয়। তবে অনেকেই বলে থাকেন, দিনে দিনে সমাজের নানা বদলের সঙ্গে সঙ্গে চেনাজানা বহুকিছুর বদল ঘটছে যেন। বদলে যাওয়া আঙ্গিকের মধ্যে অনেকেই বলেন সবথেকে বেশি বদল ঘটছে উচ্ছ্বাস উদযাপনের। সম্প্রতি ভাইরাল হওয়া জন্মদিনের উদযাপন দেখে তেমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।
কী ঘটেছে? ঘটনাস্থল হায়দরাবাদ। সেখানকার একটি জন্মদিনের উচ্ছ্বাস, হই হুল্লোড়ের ছবি বহু মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কেউ পোস্ট করে বিরক্তি প্রকাশ করেছেন, কেউ ভয়, কেউ আতঙ্ক আর কেউ অসন্তোষ। যদিও ছড়িয়ে পড়া ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তবে ওই ভাইরাল হওয়া ভিডিওগুলিতে দেখা গিয়েছে উচ্ছ্বাস, উদযাপন। ভিডিও থেকে বোঝা যাচ্ছে, এক যুবকের জন্মদিন। তাঁর জন্মদিন পালনের জন্যই জমায়েত। চলছে কেক কাটা পর্ব।
এতদূর পর্যন্ত চেনা ছবির মতো হলেও, ঘটনাটি দৃষ্টি আকর্ষণের কারণ এটি ঘটেছে মাঝরাস্তায়। দেখা যাচ্ছে বহু যুবক একত্রিত হয়েছেন। চলছে কেক কাটাত পর্ব। একজনের হাতে বন্দুকের মতো এক বস্তু। রাস্তায় গান বাজিয়ে, চিল চিৎকার করে ব্যাপক হইচই।
শুধু এটুকুই নয়। ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটা পর্ব মিটে গেলেও উদযাপন মেটেনি। রাস্তা বন্ধ করে বিকট স্বরে বাজা গানের সঙ্গে চলছে ব্যাপক হইচই, কোমর দুলিয়ে নাচ। শুধু নাচ নয়, যেন অস্ত্র প্রদর্শনও। কারও হাতে ইয়া লম্বা লাঠি, নাচের সময় কারও হাতে ছুরি, অন্যান্য অস্ত্র।
ইতিমধ্যে ঘটনা সংবাদ শিরোণামে। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, জোরে ডিজে বাজনা এবং তরবারি প্রদর্শনের মাধ্যমে জন্মদিনের পার্টি উদযাপন করার জন্য ওই যুবকের দলটি বিপাকে পড়েছে। আসিফ নগরে সৈয়দ আলী গুড়ার জন্মদিন উদযাপনের ঘটনায় স্থানীয় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, আলীর জন্মদিনের এহেন উদযাপনের আয়োজন করেছিলেন মোহাম্মদ ফজল নামের এক যুবক। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। জনসমক্ষে, জনজীবনকে প্রভাবিত করে এমন উদযাপনের জন্য তীব্র নিন্দা এবং তিরস্কারও করেছেন।
#Hyderabad---
— NewsMeter (@NewsMeter_In)
Hyderabad birthday bash turns violent: Swords, DJ on streets spark police action
A late-night #birthdaybash in Syed Ali Guda, #Asifnagar spiraled out of control as youths blocked roads with blaring #DJmusic and brandished #swords.
Viral videos prompted police suo… pic.twitter.com/Z0SCCaTRMvTweet by @NewsMeter_In
সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানিয়েছেন বহু মানুষ। একজন লিখেছেন, ‘এটা কোনও উদযাপন নয়, এটা একটা বিশৃঙ্খলা। আমাদের রাস্তাঘাটে শান্তি থাকা উচিত, বিশৃঙ্খলা নয়। আশা করি কর্তৃপক্ষ নিশ্চিত করবে যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয়।‘ একজন লিখেছেন, ‘হায়দরাবাদে এই ধরনের গুন্ডামি সহ্য করা উচিত নয়। এই উপদ্রব যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য পুলিশের কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।‘
দিনকয়েক আগে গুরুগ্রামে প্রায় একই ধরনের একটি ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য শুট করা হবে রিল, আর সেই রিলের শুটিংয়ের জন্য সম্প্রতি গুরুগ্রামের একটি ব্যস্ত রাস্তার মাঝখানে ২২টি গাড়ির একটি কনভয় আটকে দেয় গোটা রাস্তা। সাধারণ বাসিন্দারা ওই পথে চলাচল করতে পারছিলেন না। গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছিল সাধারণের মধ্যে।
