আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের রাজধানী জয়পুরের বাগরু এলাকায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে এক রাজস্থান প্রশাসনিক আধিকারিককে গুলি করে হত্যা করল তাঁরই ভগ্নিপতি। ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই হত্যাকাণ্ডের পিছনে পারিবারিক বিবাদই প্রধান কারণ। জানা গিয়েছে, অভিযুক্ত ভগ্নিপতি কাতারিয়া মোট ৬ থেকে ৭ রাউন্ড গুলি চালায়। তার মধ্যে ৩ থেকে ৪টি গুলি মিস হলেও, বাকিগুলি সরাসরি ওই আধিকারিকের শরীরে লাগে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরপর গুলি লাগার কারণে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু ঘটে। ঘটনার পর নিজেই বাগরু থানায় আত্মসমর্পণ করে কাতারিয়া। বর্তমানে তাঁকে হেফাজতে রেখে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত কাতারিয়া মূলত জয়পুরের ফুলেরা এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পশ্চিম দিল্লির বিকাশপুরীতে বসবাস করছিলেন। ঘটনার দিন সকালে তিনি দিল্লি থেকে একটি ক্যাব ভাড়া করে জয়পুরের উদ্দেশ্যে রওনা হন। গাড়ি নিয়ে তিনি সরাসরি পৌঁছন ওই প্রশাসনিক আধিকারিকের কর্মস্থলে। ওই প্রশাসনিক আধিকারিক শ্রম দপ্তরে কর্মরত ছিলেন। তাঁর ভগ্নিপতি সরাসরি সেখানে গিয়ে পৌঁছন। ঘটনাস্থলে পৌঁছেই তিনি পরপর গুলি চালিয়ে খুন করেন আধিকারিককে। এই ঘটনা ছাড়াও সম্প্রতি জয়পুরে প্রকাশ্যে গুলি চালানোর একাধিক ঘটনা সামনে এসেছে। ২০২৩ সালে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ছ’জন সদস্যকে গ্রেপ্তার করা হয় একটি নাইটক্লাবের সামনে গুলি চালানোর ঘটনায়। একই বছরে রাজপুত করনি সেনার সভাপতি সুখদেব সিং গোগামেদিকেও জয়পুরেই অজ্ঞাত বন্দুকবাজরা গুলি করে হত্যা করে।

আরও পড়ুন: হিমালয়ের কোলে মনোরম পরিবেশে ওয়ার্ক ফ্রম হোম? পড়শি রাজ্যের এই গ্রামে মিলছে বিরাট সুবিধা

পুলিশ এই সাম্প্রতিক হত্যাকাণ্ডের তদন্তে নেমেছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। এই নৃশংস ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গত কয়েকদিনে একাধিকবার সংবাদ শিরোনামে উঠে এসেছে জয়পুরের নাম। কিছুদিন আগে, রাজস্থান পরিবহন কর্পোরেশনের একটি বাস দিল্লি-জয়পুর মহাসড়কের পাচগাঁও চকের কাছে হঠাৎ উল্টে যায়৷ আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে পুলিশ জানিয়েছে।গুরুতর আহত অবস্থায় বাসের কন্ডাক্টর এবং একটি শিশুকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৯ বছর বয়সী এক পুলিশ কর্মচারী নিহত হন৷ সূত্র মারফত জানা যায়, মৃত পুলিশ কনস্টেবলের নাম অশোক কুমার। তিনি আলওয়ার জেলার মোলাওয়াস গ্রামের বাসিন্দা।