আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হলেন জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের আওয়ামি লিগের প্রার্থী সাকিব নৌকা প্রতীকে ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোটে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে ৫ হাজার ৯৯৪ ভোট পেয়েছেন।
অন্যদিকে নড়াইল-২ (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামি লিগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা ১ লাখ ৮৫ হাজার ৬১ ভোটের ব্যবধানে জিতেছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রাক্তন সাংসদ অ্যাডভোকেট হাফিজুর রহমান হাতুড়ি প্রতীকে ৩ হাজার ৪১ ভোট পেয়েছেন।