মিল্টন সেন: বিজেপি রাজ্য সভাপতির অনুমতি বিহীন বাইক মিছিলের দাপটে বিপর্যস্ত জাতীয় সড়ক। বাধ্য হয়ে ডানকুনিতে সুকান্ত মজুমদারের বাইক মিছিল আটকায় পুলিশ। অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে গেলে শুরু হয় ধ্বস্তাধস্তি। জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রবল সমস্যার মুখে পড়তে হয় সাধারণ মানুষকে। রবিবার শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার তরফে যুব সংকল্প বাইক যাত্রার ডাক দেওয়া হয়। ডানকুনি চৌমাথা থেকে হাওড়ার ডোমজুড় থানা পর্যন্ত বিজেপির বাইক মিছিল ছিল। মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুলিশ সূত্রে খবর, প্রশাসনের কাছে পদযাত্রা করার আবেদন জানানো হয়েছিল। কোনোরকম অনুমোদন দেওয়া হয়নি।

অনুমোদনের তোয়াক্কা না করেই বাইক মিছিলের প্রস্তুতি শুরু করে দেওয়া হয়। একসঙ্গে একাধিক বাইক রাস্তায় নেমে পড়ে কার্যত অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়কের একাংশ। ডানকুনি হাউজিং মোড় এলাকায় বাইক মিছিলকে আটকে দেয় পুলিশ। সুকান্ত বলেন, "বাইক নিয়ে বিজেপি কর্মীরা সংকল্প যাত্রায় বেরোয়। পুলিশ বাইক মিছিলের অনুমতি দেয়নি। তাদের তরফে এক কিলোমিটার পায়ে হেঁটে মিছিলের অনুমতি চাওয়া হয়। সেই অনুমতি মেলার পর মিছিল শুরু করতেই তাদের কয়েকজন কর্মীকে পুলিশ বিনা প্ররোচনায় গ্রেপ্তার করে পুলিশ, একজনকে লাঠির আঘাত করে।" পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথমত বাইক মিছিলের কোনও অনুমোদন দেওয়া হয় নি। মৌখিক ভাবে পদযাত্রার অনুমোদন দেওয়া হলে দেখা যায় ওরা বাইক মিছিল শুরু করেছে। হেলমেট ছাড়া একসঙ্গে একাধিক বাইকের সেই মিছিলও ছিলো বেআইনি। বিজেপি নেতা এবং কর্মীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

ছবি: পার্থ রাহা