আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর জনপ্রিয় রামেশ্বরম ক্যাফেতে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত জেমি ল্যানিস্টারকে হঠাৎ দেখে রীতিমতো চমকে উঠেছেন ভক্তরা। দক্ষিণ ভারতের ঐতিহ্যবাহী ইডলি-ধোসা খেতে এই ক্যাফেতে এসেছিলেন বিশ্বখ্যাত অভিনেতা নিকোলাজ কস্টার-ওয়ালডো। যিনি এইচবিও-র জনপ্রিয় সিরিজ গেম অফ থ্রোনসে জেমি ল্যানিস্টার চরিত্রে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছেন। এই চমকপ্রদ মুহূর্তটি ক্যামেরাবন্দি করেন শাকিরা নামের এক ইঞ্জিনিয়ার ও কন্টেন্ট ক্রিয়েটর। তিনি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করে জানান, ‘আমি যখন নিজের একটি ভিডিও করছিলাম, তখন হঠাৎ পিছনে দেখি দাঁড়িয়ে রয়েছেন জেমি ল্যানিস্টার! আমি দেখে রীতিমত স্টার-স্ট্রাক হয়ে পড়েছিলাম’।
কিংস ল্যান্ডিং থেকে সোজা ভারতবর্ষ! আচমকা জেমি ল্যানিস্টারের দেখা পেয়ে তোলপাড় বেঙ্গালুরু
শাকিরার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, নিকোলাজ কস্টার-ওয়ালডো কালো শার্ট ও হ্যাট পরে, দু’জন বিদেশি পর্যটকের সঙ্গে বসে উপভোগ করছেন দক্ষিণ ভারতীয় ব্রেকফাস্ট। শাকিরা তাঁর কাছে গিয়ে সেলফির অনুরোধ করলে, অভিনেতা হাসিমুখে রাজি হয়ে যান। পরে রামেশ্বরম ক্যাফের পক্ষ থেকেও অভিনেতার সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখা হয়, ‘রাজাজিনগরের রামেশ্বরম ক্যাফেতে এক দারুণ মুহূর্ত! আমরা স্বাগত জানাই হলিউড তারকা নিকোলাজ কস্টার-ওয়ালডো ও তাঁর টিমকে। বিশ্বজুড়ে তাঁর অসাধারণ অভিনয় ও ক্যারিশম্যাটিক উপস্থিতির জন্য তিনি পরিচিত। তিনি আমাদের দক্ষিণ ভারতীয় স্বাদ উপভোগ করতে এসেছিলেন। এটা আমাদের জন্য এক স্মরণীয় দিন’। এই ঘটনায় ভক্তদের মধ্যে তীব্র উচ্ছ্বাস দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, ‘কিংস ল্যান্ডিং থেকে সোজা বেঙ্গালুরু!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘OMG, That’s the KINGSLAYER!’ তৃতীয়জন লিখেছেন, ‘একমাত্র এই কারণেই রামেশ্বরম ক্যাফেতে যেতে চাই!’ উল্লেখ্য, নিকোলাজ কস্টার-ওয়ালডো গেম অফ থ্রোনসে ল্যানিস্টার পরিবারের একজন সদস্য হিসেবে অভিনয় করেছেন। সেখানে তাঁর সহ-অভিনেতা ছিলেন লিনা হেডি ও পিটার ডিঙ্ক্লেজ। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি দু’বার এমি পুরস্কারের জন্য মনোনীত হন। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন বিবিসির নতুন ঐতিহাসিক সিরিজ ‘King and Conqueror’ নিয়ে, যার ট্রেলার মুক্তি পেয়েছে ২৫ জুলাই। বেঙ্গালুরুতে এই তারকার আচমকা আগমন নিঃসন্দেহে রামেশ্বরম ক্যাফের জন্য যেমন সম্মানের, তেমনি GOT-ভক্তদের জন্যও এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।
