আজকাল ওয়েবডেস্ক: কেউ বলতেন টেনিসের 'লাভ'। রোম্যান্সের টেনিস। আনা ইভানোভিচবাস্তিয়ান শোয়াইনস্টাইগারের প্রেম নিয়ে এমনই চর্চা চলত।ইভানোভিচ টেনিস জগতের। শোয়াইনস্টাইগার ফুটবলের। ইভানোভিচকে নিয়ে কম কালি খরচ হয়নি সংবাদমাধ্যমে

২০১০ বিশ্বকাপে জার্মানির বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনার কোচ দিয়েগো মারাদোনা বলেছিলেন, ''শোয়াইনস্টাইগার আর ইউ নার্ভাস?''মারাদোনার সেই ট্রোলিং ভাল ভাবে নেননি শোয়াইনস্টাইগার। আর্জেন্টিনাকে দুরমুশ করেছিল জার্মানি। মারাদোনার দৌড় থেমে গিয়েছিল বিশ্বকাপে। লিও মেসির স্বপ্নও ভেঙে গিয়েছিল। 

একটা সময় টেনিস দেখতে গ্য়ালারিতে দেখা যেত বাস্তিয়ান শোয়াইনস্টাইগারকে। আনা ইভানোভিচ কোর্ট মাতাচ্ছেন আর গ্যালারিতে হাজির জার্মান বিশ্ববিন্দিত ফুটবলার। গ্ল্যামারের আলোয় ভেসে যায় টেনিস। অন্য খেলার এক বিশ্ববন্দিত নায়ক এলে তো কথাই নেই।  

দুই খেলার দুই তারকার প্রেম কালক্রমে জমাট বাঁধল। ঘরও বাঁধলেন তাঁরা। দেখতে দেখতে কেটে গেল ৯টা বছর। অবশেষে ন'বছরের দাম্পত্য জীবনের পথচলা থেমে গেল। বিচ্ছেদ হয়ে গেল আনা ইভানোভিচ ও শোয়াইনস্টাইগারের। 

তাঁদের পথও হয়ে গেল আলাদা। অবশ্য এমনটা তো হওয়ারই ছিল। গত কয়েকবছর ধরে দু'জনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছিল। চলছিল চর্চা। শোনা যাচ্ছিল ইভানোভিচ ও জার্মান ফুটবল তারকা আর একসঙ্গে থাকেন না। ইভানোভিচ তাঁর সন্তানদের নিয়ে চলে গিয়েছেন সার্বিয়ায়। দূরত্ব বেড়ে গিয়েছিল দু'জনের। মনসিক দিক থেকে তো বটেই, সেই সঙ্গে পেশার তাগিদে শোয়াইনস্টাইগারকে প্রায়ই দেশ ছেড়ে চলে যেতে হত বিদেশে। এই দূরত্বই শেষ পর্যন্ত ডেকে নিয়ে এল বিচ্ছেদ। 

২০০৮ সাল আনা ইভানোভিচের। ফরাসি ওপেন জেতেন। ওই বছরই অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে ওঠেন। কিন্তু ট্রফি জেতা আর হয়নি। সার্বিয়ান তারকা হার মানেন রুশ সুন্দরী মারিয়া শারাপোভার কাছে। ২০১৬ সালে টেনিসকে বিদায় জানান ইভানোভিচ। সেই ভাবে বললে ইভানোভিচের টেনিস কেরিয়ার ক্ষণস্থায়ী। 

Ana Ivanović and Bastian Schweinsteiger at the Laver Cup last September. (Photo by Maja Hitij/Getty Images for Laver Cup)

২০১৪ সাল থেকে সম্পর্কে জড়ান ইভানোভিচশোয়াইনস্টাইগার। ২০১৬-য় ইতালির ভেনিসে বিয়ে করেন দুই তারকা। তাঁদের সংসারে তিন সন্তান। 

আরও পড়ুন: ক্রিকেটে চিরশত্রু, কিন্তু নিউজিল্যান্ডের কোচদেরই বারেবারে নিযুক্ত করে চলেছে ইংরেজরা, কারণ কী?‌

শোয়াইনস্টাইগার জার্মানির জার্সিতে বিশ্বকাপ জেতেনবায়ার্ন মিউনিখম্যানচেস্টার ইউনাইটেডে সাফল্যের সঙ্গে খেলেছেন। বুট জোড়া তুলে রাখার পরে টিভিতে ফুটবল বিশ্লেষকের ভূমিকায় তাঁকে দেখা গিয়েছে। সেই কারণেই ঘর ছেড়ে বিদেশেই বেশিরভাগ সময় থাকতে হয়েছিল শোয়াইনস্টাইগারকে। জার্মান প্রাক্তন ফুটবলার যত বাইরে জড়িয়ে পড়েন, স্ত্রী ইভানোভিচ ততই যেন সংসারকে আঁকড়ে ধরেন। তিনি হয়ে পড়েন ঘরমুখী। দুই তারকার সম্পর্কের অবনতি নিয়ে খবর প্রকাশিত হয়েছিল সংবাদ মাধ্যমেও।

Btastian Schweinsteiger and his wife Ana Ivanovic arrive on the red carpet

দু'জনের জীবন দুই খাতে বয়ে যাওয়ার ফলাফল শেষ পর্যন্ত ভাল হল না। ইভানোভিচশোয়াইনস্টাইগার অবশ্য জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার পরেও নিশ্চুপ। কেউই তাঁদের বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি

দূরত্ব বাড়াই কি আসল কারণ? নাকি তাঁদের সম্পর্ক ভাঙার পিছনে তৃতীয় কেউ? তা নিয়েও চলছে নিরন্তর জল্পনা। বেশ কয়েকদিন আগের কথা, একটি জার্মান সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল শোয়াইনস্টাইগার খুঁজে পেয়েছেন নতুন বান্ধবী। তাঁর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল জার্মান প্রাক্তন তারকাকে। বিয়ে ভাঙার পিছনে রয়েছে আরেক মহিলার সঙ্গে সম্পর্ক জড়়ানো, এমন এক থিওরি উঠে আসে।

পত্রপত্রিকায় খবর, শোয়াইনস্টাইগার সম্পর্কে জড়িয়েছেন সিলভা নামের এক বুলগেরিয়ান মহিলার সঙ্গে। একসঙ্গে তাঁদের স্পেনের মায়োরকাতেও দেখা গিয়েছিল বলেই প্রকাশিত হয়েছিল খবরে। এমনকী দু'জন মরক্কোতেও ঘুরতে গিয়েছিলেন। আরও এক নারীর প্রবেশের জেরেই হয়তো ৯ বছরের বিয়ে ভেঙে গেল। খেলার দুনিয়ায় একসময়ে যাঁদের পাওয়ার কাপল বলা হত, তাঁদেরই বিচ্ছেদ ঘটে গেল। তাঁদেরই জীবনের রাস্তা বদলে গেল। 

আরও পড়ুন: টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত, দলে তিন বদল, অভিষেক অংশুলের