আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড ক্রিকেট দলের কোচিং স্টাফে নিউজিল্যান্ডের আধিক্য ক্রমাগত বেড়েই চলেছে। হেড কোচ হিসেবে আগে থেকেই আছেন ব্রেন্ডন ম্যাকালাম। তিনি প্রায় দুই বছর ধরে কোচের দায়িত্বে রয়েছেন। জোরে বোলিং কোচ হিসেবে আছেন টিম সাউদি। এবার বেন স্টোকসদের সাপোর্ট স্টাফে যোগ দিলেন গিলবার্ট এনোকা। নিউজিল্যান্ডের রাগবি দলের কোচ ছিলেন তিনি।
মূলত এনোকা কাজ করবেন বেন স্টোকসদের মানসিক দক্ষতা বাড়ানোর জন্য। এটা ঘটনা ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে রয়েছে টিম ইংল্যান্ড। বুধবার থেকে শুরু হল ম্যাঞ্চেস্টার টেস্ট। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। তবুও বাকি দুটি টেস্টকে হালকাভাবে দেখতে রাজি নয় ইংল্যান্ড। আর তাই ক্রিকেটারদের মানসিকভাবে সেরা ছন্দে রাখার ভাবনাচিন্তা করা হয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যম সূত্রে খবর, হেড কোচ ব্রেন্ডন ম্যাকালামই নিয়ে এসেছেন এনোকাকে। অতীতে দু’জনে এক সঙ্গে নিউজিল্যান্ড ক্রিকেট দলের হয়ে কাজ করেছেন। শুধু ভারত নয়, বছরের শেষ দিকে অ্যাশেজ সিরিজের জন্য ইংল্যান্ডকে মানসিকভাবে প্রস্তুত থাকতে সাহায্য করবেন এনোকা।
আরও পড়ুন: টস হেরে শুরুতে ব্যাট করবে ভারত, দলে তিন বদল, অভিষেক অংশুলের
গত মে মাসে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছিল ইংল্যান্ড। তার আগে থেকেই এনোকা দলের সঙ্গে কাজ করছেন। তবে এত দিন নিজের বাড়ি থেকে সব খেয়াল রাখছিলেন। এবার দলের সঙ্গে যোগ দিলেন। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।
প্রসঙ্গত, নিউজিল্যান্ডের রাগবি দল পরিচিত ‘অল ব্ল্যাকস’ নামে। সেই দলের সঙ্গে ২০০০ সাল থেকে যুক্ত ছিলেন এনোকা। ১৫ বছর মানসিক দক্ষতার উন্নতি নিয়ে কাজ করার পর লিডারশিপ ম্যানেজারের পদে ছিলেন। সে সময় পর পর দু’বার রাগবি বিশ্বকাপ জেতে নিউজিল্যান্ড। তার আগে তিনি নিউজিল্যান্ড ক্রিকেট দল (১৯৯৮–২০০৪) এবং নেটবল দলের (১৯৯৪–১৯৯৭) হয়ে কাজ করেছিলেন।
এনোকা সম্পর্কে জানা যায় দলের মধ্যে তারকা প্রথা ঢুকতে না দেওয়াই মূলত তাঁর কাজ। অর্থাৎ কোনও ক্রিকেটার নিজেকে দলের চেয়ে আগে রাখলে, নিজের জন্য আলাদা নিয়ম চাইলে, নিজের খেয়াল খুশি মতো আচরণ করলে তাঁর কোনও জায়গা নেই এনোকার কাছে। সে কারণেই ইংল্যান্ড দলে বার বার উঠে এসেছে ‘টিম গেম’–এর কথা।
এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বেন স্টোকস। ইংল্যান্ড টেস্ট শুরুর দু’দিন আগেই জানিয়ে দিয়েছিল প্রথম একাদশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন শোয়েব বশির। সেই জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। বাকি দল অপরিবর্তিত।
তবে ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।
