আজকাল ওয়েবডেস্ক: ভিভিপ্যাট এবং ইভিএম নিয়ে কংগ্রেস নেতা জয়রাম রমেশের অভিযোগ হেলায় উড়িয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ইভিএমের ওপর কমিশনের সম্পূর্ণ আস্থা রয়েছে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ নির্বাচন কমিশনকে একটি চিঠি লিখেছিলেন। সেখানেই তিনি জানিয়েছিলেন ইন্ডিয়া জোটের পক্ষ থেকে কয়েকজন নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করবে। ইভিএম এবং ভিভিপ্যাট নিয়ে তাঁদের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। সেগুলি তাঁরা কমিশনকে জানাবেন। তবে কমিশন জানিয়ে দিল ইভিএম বা ভিভিপ্যাট নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। এই দুয়ের কাজ সম্পর্কে এর আগেও বহু অভিযোগ উঠেছিল। কিন্তু পরে প্রমাণ হয়ে গিয়েছে এর সত্যতা। নির্বাচনের আগে প্রতিটি নির্বাচন কর্মীকেও এর সঠিক ব্যবহার সম্পর্কে ওয়াকিবহাল করা হয়, ফলে এখানে গরমিল হওয়ার প্রশ্ন নেই।