শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | গুজরাটের মহিসাগর সেতু বিপর্যয়: মৃতের সংখ্যা বেড়ে ২০, দোষী চার ইঞ্জিনিয়ার বরখাস্ত

SG | ১২ জুলাই ২০২৫ ১৬ : ০৮Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: গুজরাটের ভদোদরা জেলায় মহিসাগর নদীর উপর নির্মিত মুজপুর-গম্ভীরা সেতু ধসে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০-এ। শুক্রবার সন্ধ্যায় (১১ জুলাই) সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে পিটিআই জানিয়েছে, উদ্ধারকারী দল আরও একটি নিখোঁজ দেহ উদ্ধার করেছে, এবং হাসপাতালে চিকিৎসাধীন একজন আহত ব্যক্তি মারা গেছেন।

ভদোদরার কালেক্টর অনিল ধামালিয়া পিটিআই-কে বলেন, “প্রথম দিনে আমরা ১২টি মৃতদেহ উদ্ধার করি এবং দ্বিতীয় দিনে ৬টি। আজ একজন হাসপাতালে মারা গেছেন এবং আমরা আরও একটি দেহ উদ্ধার করেছি।” শনিবার উদ্ধার কাজের পরবর্তী ধাপ প্রসঙ্গে তিনি জানান, নদীতে পড়ে থাকা ভেঙে যাওয়া মূল কংক্রিট স্ল্যাবটি তুলে আনার চেষ্টা করা হবে, প্রযুক্তিগত দলের সহায়তায়। নিখোঁজ তালিকায় থাকা আরেকজনকে খোঁজার চেষ্টা চলবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ভারতীয় নির্বাচন ব্যবস্থার বিচার: সুপ্রিম কোর্ট, বিহার ভোটার তালিকা এবং ভোটাধিকার জন্য সংগ্রাম

বুধবার (৯ জুলাই) ভোররাতে প্রায় ৮৩০ মিটার দীর্ঘ এই সেতুর একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে বেশ কয়েকটি গাড়ি মহিসাগর নদীতে পড়ে যায়। এই সেতুটি দক্ষিণ গুজরাট ও সৌরাষ্ট্র অঞ্চলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী পথ ছিল। পড়ে যাওয়া যানবাহনের মধ্যে একটি সালফিউরিক অ্যাসিডবাহী ট্যাঙ্কারও রয়েছে, যা এখনও জলে আটকে রয়েছে। শনিবার এই ট্যাঙ্কারটিকে নিরাপদে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান কালেক্টর।

এর আগে বৃহস্পতিবার কালেক্টর বলেছিলেন, “কাদায় আটকে পড়া ট্রাকগুলো সরানো ছিল একটি বড় চ্যালেঞ্জ।” এই ঘটনার জেরে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের সড়ক ও ভবন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল চারজন ইঞ্জিনিয়ারকে সাময়িক বরখাস্ত করেছেন। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নির্বাহী ইঞ্জিনিয়ার এন.এম. নায়কাওয়ালা, উপ-নির্বাহী ইঞ্জিনিয়ার ইউ.সি. প্যাটেল ও আর.টি. প্যাটেল এবং সহকারী ইঞ্জিনিয়ার জে.ভি. শাহ।

সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি বিশেষজ্ঞ দলের প্রাথমিক তদন্তে এই চারজনের দায়িত্বহীনতা প্রমাণিত হয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী গুজরাটের অন্যান্য সেতুগুলোর জরুরি ও ব্যাপক পরিদর্শনের নির্দেশ দিয়েছেন জনস্বার্থে। এই সেতু বিপর্যয় রাজ্যে পরিকাঠামোর দুর্বলতা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। জানা গেছে, মহিসাগর সেতুর দুর্বল অবস্থার বিষয়ে ২০২২ সালেই সংশ্লিষ্ট দপ্তরে সতর্কবার্তা পাঠানো হয়েছিল। স্থানীয় পঞ্চায়েত সদস্য হর্ষদসিং পরমার ওই বছর এক চিঠিতে সেতুর ভগ্নাবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

একই সময়ে ভাইরাল একটি অডিও ক্লিপে, কর্মী লক্ষণ দরবারকে সেতুর অবস্থা নিয়ে একজন রাস্তা ও ভবন বিভাগের কর্মকর্তার সঙ্গে কথা বলতে শোনা যায়, যেখানে ওই কর্মকর্তা স্বীকার করেন যে সেতুর অবস্থা ভালো নয়। তবু নির্বাহী ইঞ্জিনিয়ার নায়কাওয়ালা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “সেতুর পরিদর্শনে কোনও বড় ধ্বংস বা ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি।” এই ঘটনা রাজ্যে বিগত কয়েক বছরে ধারাবাহিক সেতু দুর্ঘটনার মধ্যে আরও একটি সংযোজন। ২০২২ সালের অক্টোবরে গুজরাটের মোরবিতে একটি ঝুলন্ত সেতু ধসে ১৪১ জনের মৃত্যু হয়েছিল—যা এখনো জনমনে গভীর দাগ রেখে গেছে।

বর্তমানে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়ানোর দাবি উঠছে নানা মহল থেকে। সাধারণ মানুষ সরকারের দীর্ঘস্থায়ী অবহেলা ও ঘাটতি পূরণের দাবি তুলেছে। অথচ পূর্ব সতর্কতার পরেও কেন সেতুটি রক্ষণাবেক্ষণ বা সংস্কারের আওতায় আনা হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা ও বিশ্লেষকরা। সাধারণ মানুষের অভিযোগ, রাজ্যের পরিকাঠামো খাতে প্রচুর অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও অনেক পুরনো সেতু এবং রাস্তাঘাট অবহেলিত অবস্থায় পড়ে রয়েছে।

আরও পড়ুন: বিপর্যস্ত উত্তর-পূর্ব: আসাম, মণিপুর, নাগাল্যান্ডে বন্যা-ধস; উদ্ধার অভিযানে সেনা, কেন্দ্র দিল ১,০৬৬ কোটি

সরকারি নজরদারির অভাব, নিয়মিত তদারকির ঘাটতি এবং মেরামতের কাজে দুর্নীতি—এই তিন মিলেই এমন দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরেই বেড়েছিল। এদিকে, বিরোধী রাজনৈতিক দলগুলো এই ঘটনার জন্য রাজ্য সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছে। কংগ্রেস এবং আপ নেতারা দাবি করেছেন, “মোরবির ঘটনার পরও রাজ্য সরকার শিক্ষা নেয়নি। একই ধরনের গাফিলতি ফের প্রাণ কাড়ল।”

মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও বলছেন, শুধু দোষীদের বরখাস্ত করলেই চলবে না—একটি স্বচ্ছ ও স্বাধীন তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি, রাজ্যের সব সেতুর অবস্থা যাচাই করে প্রয়োজনে সেগুলোর রক্ষণাবেক্ষণ বা সংস্কারের নির্দিষ্ট রূপরেখা তৈরি করা জরুরি। বর্তমানে উদ্ধার অভিযান চতুর্থ দিনে প্রবেশ করেছে এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যতদিন না পর্যন্ত সব নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় এবং আটকে পড়া যানবাহন সরানো হয়, ততদিন উদ্ধার অভিযান চলবে।

রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), দমকল এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছেন। সার্বিকভাবে, এই দুর্ঘটনা শুধুমাত্র একটি সেতু ভাঙনের ঘটনা নয়, বরং রাজ্যে পরিকাঠামোগত নিরাপত্তা, দায়িত্বশীলতা এবং প্রশাসনিক নজরদারির অভাবকে নতুন করে সামনে এনে দিয়েছে।


নানান খবর

টানটান ৩৫ মিনিট এবং ৮ কমান্ডো, ঠিক যেন বলিউড সিনেমা, মুম্বইয়ে শিশুদের উদ্ধারকার্যে রুদ্ধশ্বাস লড়াই

শিক্ষা মন্ত্রকের বিরাট ঘোষণা, পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে AI, কোন শ্রেণী থেকে পড়তে হবে জানেন?

দেশের ৫৩তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সূর্য কান্ত, কবে থেকে দায়িত্ব নেবেন তিনি?

‘মনুস্মৃতির ছায়ায় শ্রমনীতি’: মোদি সরকারের বিরুদ্ধে জয়রাম রমেশের তীব্র আক্রমণ

বিহার নির্বাচন:  প্রচারের সব নিয়ম ভেঙে পাটনায় নতুন উত্তাপ ছড়াচ্ছেন সিপিআই(এম-এল) প্রার্থী দিব্যা গৌতম

স্ত্রী, মেয়েদের বাইরে বেরোনো নিয়ে চরম আপত্তি! প্রতিশোধ নিতে স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী, জানলে শিউরে উঠবেন আপনিও

রাজধানিতে বেপরোয়া গাড়ির বলি! যুবতীকে পিষে পালাল চালক, ২৪ ঘণ্টার মধ্যে যেভাবে ধরা পড়ল অভিযুক্ত

সজোরে ধাক্কা মেরেই চম্পট দেয় চালক! ঘটনাস্থলেই মৃত যুবক, আহত অনেক, ভয়াবহ দুর্ঘটনা এই রাজ্যে

রাম মন্দির তৈরির কাজ শেষ, তিন হাজার কোটি টাকা অনুদানের ১৫০০ কোটি খরচ হয়ে গিয়েছে, বাকি টাকা দিয়ে কী হবে, জানাল ট্রাস্ট

'নাচতে বললে নাচবেনও', মোদির নাম করে রাহুলের মন্তব্য, ক্ষোভে ফুঁসছে বিজেপি, ভোটের আগেই উত্তাল বিহার

মান্থা-র খেলায় বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ, ঘন্টায় গতিবেগ ১১০ কিমি, জারি চরম সতর্কতা

পরিবার পিছু একজনের চাকরি, মহিলাদের আড়াই হাজার! জনমোহিনী অঙ্কেই বিহারে বাজিমাতের চেষ্টা মহাগঠবন্ধনের

সাইক্লোন মান্থা আছড়ে পড়ছে অন্ধ্রে, কত সময় লাগবে উপকূল পার করতে, জেনে নিন এখনই

স্রেফ হাসার জন্য চাকরি খোয়াতে হচ্ছিল এক কর্মীকে! আসল ঘটনা জানাতেই চক্ষু চড়কগাছ সবার

১৯৭১ সালের পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সময় কেন ভারতীয় নৌবাহিনী হাজার হাজার কনডোম অর্ডার করেছিল?

মাঝরাস্তায় সোনার গয়না ছিনতাই-এর অভিযোগ! গ্রেফতার ছোটপর্দার এই অভিনেত্রী 

৫০০ টাকার নোট নিয়ে নতুন গাইডলাইন? কী জানাল আরবিআই

জনৈকা মহিলাকে অশালীন মন্তব্য? নেপথ্যে কী? মুখ খুললেন অভিনেতা ঋজু বিশ্বাস

'ফ্রম ফেমিনিস্ট এপিস্টোমলজি টু ডিকলোনিয়াল এপিস্টোমলজি': আজ আলোচনা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে

রাতভর অঝোরে বৃষ্টি, তরতরিয়ে জল বাড়ছে পাহাড়ি নদীগুলিতে, বন্যার আশঙ্কায় কাঁটা স্থানীয়রা

মান্থার মাশুল গুনছে বাংলা, উত্তরের জেলায় জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, ফের ধসের আশঙ্কায় প্রবল আতঙ্ক পাহাড়ে

অবসরপ্রাপ্তদের জন্য বড় সুযোগ, মাসে মিলবে ১১ হাজার করে! জানুন বিস্তারিত

‘চোর পঞ্চক’-এর ছায়া! পাঁচ দিন ভরবে বিপদে ও ক্ষতিতে, এক ভুলেই উড়ে যেতে পারে সুখ-শান্তি

এইচ-১বি ভিসার 'অপব্যবহার' নিয়ে মার্কিন বিজ্ঞাপন, ভারতকে তুলে ধরে কীসের বার্তা ট্রাম্প প্রশাসনের?

মেট্রো যেন বিভীষিকা, ফের সাত সকালেই বড় ঘোষণা, আপ ও ডাউন লাইনের পরিষেবার আপডেট জানুন

বাংলার আবহাওয়ায় বদলের পূর্বাভাস! কমবে বৃষ্টি, কবে থেকে শীতের আমেজ?

ব্রিটেনের রাজ-পরিবারে হুলস্থূল কাণ্ড, ভাই অ্যান্ড্রুর 'প্রিন্স' টাইটেল কাড়লেন রাজা চার্লস

অজি-সংহারের সময়ে সঙ্গী বাইবেল, ঘরের মাঠে জেমিমা ছড়িয়ে গেলেন একমুঠো সোনালী রোদ্দুর

মৃত্যুর ঠিক ঘন্টা তিনেক আগে রত্নাকে হোয়াটসঅ্যাপ করেন সতীশ শাহ! সহ-অভিনেত্রীকে শেষ বার্তায় কী জানিয়েছিলেন তিনি?

একশো বছরের রীতি বদলাচ্ছে, লাঞ্চের আগেই চা বিরতি, ভারতের ম্যাচেই দেখা যাবে

'দয়া করে আমায় একা থাকতে দিন,' মুম্বইয়ের রাস্তায় হঠাৎ কেন ক্ষেপে উঠলেন আমির খানের প্রেমিকা গৌরী? 

'জেমিমা ইউ বিউটি', বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের কাছে মাথা নত করল শক্তিশালী অস্ট্রেলিয়া

নিজের আবাসনেই সুরক্ষিত নন শ্রীলেখা মিত্র! কী কারণে চরম হেনস্থার শিকার অভিনেত্রী?

মাত্র তিন মাসেই বন্ধ হচ্ছে 'কিঁউকি সাঁস ভি কভি বহু থি ২'? হঠাৎ কেন কোপ পড়ল তুলসীর পরিবারে?

দিঘা ঢোকার মুখে বড়সড় বাস দুর্ঘটনা, আহত ১২ পর্যটক! ঠিকাদারের গাফিলতির অভিযোগ তুলে উত্তেজনা এলাকায়

রেড অ্যালার্ট জারি হতেই আগাম সতর্কতা, উত্তরবঙ্গের এই অঞ্চলে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি, কী জানাল প্রশাসন?

গণধর্ষণের শিকার দুর্গাপুরের মেডিক্যাল পড়ুয়া, মামলায় চার্জশিট জমা পুলিশের

মাত্র ১৭ বছরেই প্যালেস, বিমান এবং বিলাসবহুল গাড়ির মালকিন, সুলতানের মেয়েকে নিয়ে চর্চা সর্বত্র

সোশ্যাল মিডিয়া