আজকাল ওয়েবডেস্ক: সম্প্রতি মহারাষ্ট্রের নবি মুম্বাইয়ের একটি লজ থেকে পুলিশ বিপুল মূল্যের হেরোইন বাজেয়াপ্ত করেছে। খবর অনুযায়ী আনুমানিক ১৫.৩৬ লক্ষ টাকা মূল্যের হেরোইন মজুত ছিল৷ ঘটনার জেরে পাঞ্জাবের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তদন্ত শুরু করা হয়েছে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ৫ জুলাই নবি মুম্বাই পুলিশের মাদকবিরোধী সেল সিবিডি বেলাপুর এলাকার একটি লজের ঘরে অভিযান চালায়। অভিযান চলাকালীন দুই ব্যক্তি - কাপুরথালার প্রমজিতসিংহ মহিন্দরসিংহ (২৯) এবং তারন তারানের বাসিন্দা সুখবিন্দর দারা সিং (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩৮.৪ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। এর মূল্য ১৫.৩৬ লক্ষ টাকা। 

সুত্রে জানা গিয়েছে, ওই দুই অভিযুক্তের ব্যাগে মাদকদ্রব্য লুকানো ছিল। লজে থাকা আরও তিনজন পালিয়ে যেতে সক্ষম হয়। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য ও মনোরোগ সংক্রান্ত পদার্থ (এনডিপিএস) আইনের ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে ইতিমধ্যেই। বর্তমানে এই মাদকের উৎস এবং অভিযুক্তরা কাদের কাছে এটি বিক্রি করার পরিকল্পনা করেছিল তা শনাক্ত করার চেষ্টা করছে।