আজকাল ওয়েবডেস্ক: বায়ার্ন মিউনিখকে মাটি ধরিয়ে  প্যারিস সাঁ জাঁ পৌঁছল ক্লাব বিশ্বকাপের শেষ চারে। 

অন্য় ম্যাচে রিয়াল মাদ্রিদের কাছে হার মেনেছে বরুসিয়া ডর্টমুন্ড। সেমিফাইনালে মুখোমুখি দুই দল। 

শনিরাতে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে দেয় লুইস এনরিকের পিএসজি। প্রথমার্ধের শেষ দিকে ভয়াবহ চোট পেয়ে মাঠ ছাড়েন বায়ার্ন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা। 

৭৮ মিনিটে বায়ার্নের জালে বল জড়ান ডিজেরি দুয়ে। চার মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার উইলিয়ান জোয়েল পাচো। 
এরপর ৯২ মিনিটে লাল কার্ড দেখেন থিও হার্নান্দেজ। পিএসজি-কে ন'জনে পেয়েও গোল দিতে পারেনি বায়ার্ন। উলটে অ্যাডেড টাইমের ষষ্ঠ মিনিটে বায়ার্নের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন দেম্বেলে। 

অন্য ম্যাচে ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারায় রিয়াল। গনজালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। 

অ্যাডেড টাইমে শুরু হয় নাটক।  এই সময়ে গোল পাল্টা গোল, পেনাল্টি, লাল কার্ড, নাটকীয় সেভে ম্যাচ জমে ওঠে। যদিও শেষ হাসি তোলা ছিল রিয়ালের জন্য।