কেবল 'বংশে বাতি দেওয়া' বা ইন্টেমেসি নয়, ফাটাফাটি ৮ উপকারিতা রয়েছে বিয়ের! কী কী জানেন?
নিজস্ব সংবাদদাতা
১৮ জানুয়ারি ২০২৬ ২২ : ০৪
শেয়ার করুন
1
9
সামনেই বিয়ে বা বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। এদিকে কেন বিয়ে করবেন সেটাই আপনার কাছে স্পষ্ট নয়? তাহলে জেনে নিন বিয়ের এই ৮ উপকারিতার কথা। ছবি- এআই দ্বারা নির্মিত
2
9
কথায় বলে শাদি কা লাড্ডু, খেলেও পস্তাতে হবে, না খেলেও। বর্তমান সময়ে যেখানে মুড়ি মুরকির মতো ডিভোর্স হচ্ছে, নানা ধরনের অঘটনের কথা সামনে আসছে সেখানে অনেকেই বিয়ে করতে ভয় পাচ্ছেন। তবে বৈবাহিক সম্পর্কের এই ৮ ফায়দার কথা জানলে মত বদলালেও বদলাতে পারে আপনার। ছবি- এআই দ্বারা নির্মিত
3
9
প্রথমত, যাঁরা বিবাহিত হন, মনে করা হয় অবিবাহিতদের তুলনায় তাঁরা বেশি বছর বাঁচেন। কেন? মূল কারণ হিসেবে বিশেষজ্ঞদের তরফে ব্যাখ্যা করা হয়েছে একাকীত্ব থাকে না, একটা সুস্থ, সুন্দর রুটিন এবং প্রয়োজন পড়লে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বা কাউকে খবর দেওয়ার জন্য থাকবেন। যেটা একা থাকলে সম্ভব নয়। ছবি- এআই দ্বারা নির্মিত
4
9
স্ট্যাটিসটিক্স অনুযায়ী, বিবাহিত পুরুষদের মধ্যে হার্টের অসুখের সমস্যা কম দেখা যায়। হলেও, তার থেকে দ্রুত সুস্থ হয়ে ওঠেন। ছবি- এআই দ্বারা নির্মিত
5
9
বিয়ের পর অনেকেরই বদঅভ্যাস বন্ধ হয় বা সঙ্গীর কারণে সেটা ছাড়তে বাধ্য হন। এতে আখেরে তাঁর লাভ হয়, ভাল, সুস্থ জীবনযাপন করেন। স্বাস্থ্যকর খাবার, সঠিক রুটিন মেনে চলেন। ছবি- এআই দ্বারা নির্মিত
6
9
সঙ্গী থাকলে খরচ, দায়, দায়িত্ব সবটাই ভাগাভাগি হয়ে যায়। ফলে স্ট্রেস কমে। একটু পরিকল্পনা করে চললে বাড়ে সেভিংস। ছবি- এআই দ্বারা নির্মিত
7
9
সঙ্গী এক মস্ত বড় ইমোশনাল সাপোর্টের জায়গা হয়। কঠিন সময়ে পাশে কেউ আছে, এই ভাবনা চাপ অনেকটাই কমে যায়। দুজন মিলে সমস্যার মোকাবিলা করা সহজ হয়। ছবি- এআই দ্বারা নির্মিত
8
9
চাকরি করুন বা ব্যবসা, স্ট্রেস, সমস্যা সব জায়গাতেই থাকে। সঙ্গে পারিবারিক ঝুটঝামেলা তো থাকেই। সবথেকে উদ্বেগ, অবসাদ তৈরি হয়। কিন্তু দেখা গিয়েছে বিবাহিতদের মধ্যে অবসাদ বেশিদিন থাকে না, যেটা সিঙ্গলদের থাকে অনেক সময়। বিবাহিতরা দ্রুত অবসাদ কাটিয়ে উঠতে পারেন। ছবি- এআই দ্বারা নির্মিত
9
9
সুখী দাম্পত্য জীবন কাটান যাঁরা, তাঁরা জীবন নিয়ে খুশি এবং সন্তুষ্ট থাকেন। ফলে অকারণ খিটখিট করা, অল্পে রেগে যাওয়ার মতো সমস্যা এঁদের মধ্যে অত দেখা যায় না। ছবি- এআই দ্বারা নির্মিত