সপ্তাহের শুরু থেকে রাজ্যে আবহাওয়ার ভোলবদল। সোমবার থেকেই চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। গত কয়েকদিনের হাড়কাঁপানো উত্তুরে হাওয়ার দাপটে ভাটা। কেমন থাকবে আজ, সোমবার, ১৯ জানুয়ারির আবহাওয়া?
2
6
ক্রমশ ফিকে হচ্ছে শীতের মেজাজ! আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ সোমবার থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা গড়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে কনকনে ঠান্ডার আমেজ ক্রমশ কমে আসবে।
3
6
সরস্বতী পুজোয় কেমন আবহাওয়া? আগামী শুক্রবার, ২৩শে জানুয়ারি পালিত হবে সরস্বতী পুজো। শুক্লা পঞ্চমীর দিন বাঙালির এই উৎসবে শীতের দাপট খুব একটা থাকবে না বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। জমাটি শীতের বদলে থাকবে এক মনোরম আবহাওয়া।
4
6
কলকাতার আবহাওয়া: পরিষ্কার আকাশ, হালকা কুয়াশা-সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন থাপমাত্রা যথাক্রমে ২৫ ও ১৪ ডিগ্রি সংলসিয়াসের আশপাশে থাকবে।
5
6
দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ থেকে পারদ ঊর্ধ্বমুখী। তবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শীত একেবারে উধাও হচ্ছে না। জানুয়ারি মাসের বাকি দিনগুলিতে শীতের হালকা রেশ বজায় থাকলেও, ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই পাকাপাকিভাবে শীত বিদায় নিতে পারে।
6
6
উত্তরবঙ্গের আবহাওয়া: দার্জিলিং-সহ পাহাড়ি এলাকায় এখনও হাড়কাঁপানো ঠান্ডার আমেজ বজায় রয়েছে। দার্জিলিঙে আরও কয়েকদিন এই পরিস্থিতি থাকলেও উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও সোমবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।