আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য মাঠের বাইরের শৃঙ্খলা আরও কড়া হচ্ছে বলে জানা গিয়েছে। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ এবং তার আগে নিউজিল্যান্ড সফরের সময় শৃঙ্খলাজনিত একাধিক ঘটনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
ইসিবি সূত্র মারফত খবর, দলের জন্য মধ্যরাতের কারফিউ চালু করা হচ্ছে। যা ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টের বাড়তে থাকা উদ্বেগেরই প্রতিফলন। মাঠে খারাপ পারফরম্যান্সের পাশাপাশি মদ্যপান সংক্রান্ত একাধিক বিতর্ক সামনে আসায় ক্রিকেটারদের পেশাদারিত্বে ফের জোর দিচ্ছে বোর্ড।
বিশেষ করে সামনে সাদা বলের সূচি ও টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে। সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, আলাদা করে কোনও লিখিত আচরণবিধি জারি করা হচ্ছে না।
তবে শ্রীলঙ্কা সফরের জন্য দল যখন কলম্বোয় পৌঁছবে, তখন ক্রিকেটারদের আন্তর্জাতিক প্রতিনিধিত্বের দায়িত্ব ও আচরণ নিয়ে স্পষ্টভাবে স্মরণ করিয়ে দেওয়া হবে।
এর পাশাপাশি একটি স্পষ্ট নির্দেশিকা দেওয়া হবে ক্রিকেটারদের উদ্দেশ্যে। আগাম অনুমতি না থাকলে রাত ১২টার মধ্যে দলের হোটেলে ফিরে আসতে হবে।
এই নিয়মের উদ্দেশ্য, অপ্রয়োজনীয় বিভ্রান্তি কমিয়ে খেলার পিছনে দলের মনোযোগ ফেরানো। সম্প্রতি অ্যাশেজ সফরে একাধিক অশান্ত ঘটনাই এই কড়াকড়ির পেছনে রয়েছে।
অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে হার এবং নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে ৩-০ হোয়াইটওয়াশের সময় ক্রিকেটারদের বিরুদ্ধে অতিরিক্ত মদ্যপানের অভিযোগ ওঠে।
বিশেষ করে অ্যাশেজ চলাকালীন নুসায় ছ’দিনের বিরতিকে ঘিরে সমালোচনা তীব্র হয়, যেখানে অনেকে গোটা বিষয়টিকে ‘স্ট্যাগ পার্টি’র সঙ্গে তুলনা করেন।
পরে গভীর রাতে বেন ডাকেটকে পুরোপুরি মাতাল অবস্থায় দেখা যাওয়ার ভিডিও প্রকাশ্যে আসায় শৃঙ্খলা নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়। পারথে ইংল্যান্ড দলের অবস্থানও নজর কাড়ে।
সেখানে ক্রিকেটাররা একটি ক্যাসিনো সংলগ্ন হোটেলে ছিলেন এবং অতিরিক্ত মদ্যপানের খবর সামনে আসে। যদিও ওই সময় কোনও ঘটনায় তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, তবে দীর্ঘ সফরে দলের মধ্যে শৃঙ্খলার সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে পড়েছিল বলে মনে করছেন অনেকেই।
