শীঘ্রই দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুমিতা সরকার। আগেই জানা গিয়েছিল চলতি বছরের ২৩ জানুয়ারি সাতপাকে বাঁধা পড়বেন প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে। বিয়ের ঠিক আগেই বাগদান সারলেন অভিনেত্রী। ফিল্মি কায়দায় এদিন দু'জন দু'জনকে হাঁটু গেঁড়ে আংটি পরান। ছবি- ইনস্টাগ্রাম
2
8
রবিবার, ১৮ জানুয়ারি সন্ধ্যায় আংটি বদল সারলেন মধুমিতা সরকার। সমাজমাধ্যমে পোস্ট করলেন একগুচ্ছ ছবি। বাগদানের দিন লাল রঙের স্লিভলেস গাউন এবং হালকা মেকআপেই দেখা গেল অভিনেত্রীকে। অন্যদিকে দেবমাল্যর পরনে ছিল কালো শার্ট এবং স্যুট, সঙ্গে নীল টাই। ছবি- ইনস্টাগ্রাম
3
8
আংটি বদল সেরে কেক কাটেন তাঁরা। সেই কেকের উপর লেখা ছিল 'ডিসি গন ম্যাড।' অনুমান করা হচ্ছে এই ডিসি আদতে দেবমাল্য চক্রবর্তীর নামের আদ্যক্ষর। এদিন বাগদানের একাধিক ছবি পোস্ট করে মধুমিতা লেখেন, 'আমার।' মধুমিতার এই পোস্টে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন সহকর্মী মিমি চক্রবর্তী সহ তাঁর অনুরাগীরা। ছবি- ইনস্টাগ্রাম
4
8
প্রসঙ্গত, সূত্রের খবর আগামী ২৩ জানুয়ারি বারুইপুরে অভিনেত্রীর এক আত্মীয়ের বাড়িতে বিবাহ বাসর বসবে মধুমিতা সরকার এবং দেবমাল্য চক্রবর্তীর। বিয়েতে একদম সাবেকি সাজ লাল বেনারসি এবং সোনার গয়নাতেই দেখা যাবে মধুমিতাকে। ছবি- ইনস্টাগ্রাম
5
8
বিয়ের মেনুতে বাঙালিয়ানার ছোঁয়া থাকবে। নলেন গুড়ের কোনও মিষ্টির পদ থেকে পাঁঠার মাংস, চিংড়ি, ইত্যাদি থাকবে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে বিয়ের পরপরই তাঁরা মধুচন্দ্রিমায় যাবেন। ফিরে এসে কাজে যোগ দেবেন। ছবি- ইনস্টাগ্রাম
6
8
প্রসঙ্গত, বছর তিনেক আগে পুজোর সময় দেবমাল্যর সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন মধুমিতা সরকার। এরপর তাঁদের হামেশাই তাঁদের বেড়াতে যাওয়ার, একান্তে সময় কাটানোর একাধিক মুহূর্তের ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ছবি- ইনস্টাগ্রাম
7
8
এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন মধুমিতা। 'সবিনয় নিবেদন' নামক একটি ধারাবাহিক করতে গিয়ে আলাপ হয়েছিল তাঁদের। সেখান থেকে চার বছর প্রেমের পর বিয়ে করেন। ২০১৯ সালে তাঁরা তাঁদের সম্পর্কে ইতি টানেন। এরপর দীর্ঘ সময় একা থাকেন অভিনেত্রী। ৩ বছর আগে নতুন সম্পর্কে জড়ান। ছবি- ইনস্টাগ্রাম
8
8
মধুমিতা সরকারকে বর্তমানে স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকে দেখা যাচ্ছে। সেখানে অভিনেতার বিপরীতে রয়েছেন নীল ভট্টাচার্য। ছবি- ইনস্টাগ্রাম