আজকাল ওয়েবডেস্ক: কৃষকদের কঠোর পরিশ্রম এবং ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে অভিনব পদক্ষেপ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। শনিবার নিজের গ্রাম খাতিমায় একটি ধানখেত জুতলেন, ধানের চারা রোপণ করলেন পুষ্কর সিং ধামি। তাঁর কৃষিকাজের ছবি শেয়ার করে এক্স পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন "কৃষকরা কেবল আমাদের অর্থনীতির মেরুদণ্ডই নয়, সংস্কৃতি ও ঐতিহ্যের বাহকও।"

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর পরণে সাদা টি-শার্ট, হাঁটু পর্যন্ত গোটানো সাদা কর্দমাক্ত প্যান্ট। হাতে একটা ছড়ি। দু'টি বলদ দিয়ে ধানখেত জুতছেন পুষ্কর সিং ধামি।

এক্স বার্তায় ধামি লিখেছেন, "খাতিমার নাগারা তরাইতে আমার জমিতে ধান রোপণ করে এবং কৃষকদের কঠোর পরিশ্রম, ত্যাগ এবং নিষ্ঠার অভিজ্ঞতা অর্জন করে আমার পুরনো দিনের কথা মনে পড়েছে। খাদ্য সরবরাহকারীরা কেবল আমাদের অর্থনীতির মেরুদণ্ডই নয়, বরং সংস্কৃতি ও ঐতিহ্যের বাহকও।" 

 

?ref_src=twsrc%5Etfw">July 5, 2025

চম্পাওয়াত বিধানসভা কেন্দ্রের আগে, বিজেপি নেতা ধামি দু'বার খাতিমা আসন থেকে প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি পঞ্চম শ্রেণীর পরে খাতিমায় চলে আসেন বলে জানা গিয়েছে।

?ref_src=twsrc%5Etfw">July 5, 2025

উত্তরাখণ্ডের সমৃদ্ধ সাংস্কৃতিক লোক ঐতিহ্য "হুদকিয়া বোল"-এর মাধ্যমে দেবতাদের - ভূমি (ভূমির দেবতা), ইন্দ্র (বৃষ্টির দেবতা) এবং মেঘ (মেঘের দেবতা) এর উদ্দেশ্যেও প্রার্থনা করেন। ধামি শুক্রবার গঙ্গার তীরে হর-কি-পৌড়ি- তে তাঁর মুখ্যমন্ত্রীত্বের চার বছর মেয়াদ পূর্ণ হওয়া উপলক্ষ্যে পুজো-পাঠ করেন।

এই উপলক্ষ্যে বিজেপির একটি সমাবেশে ভাষণ দেন ৪৯ বছর বয়সী মুখ্যমন্ত্রী। গত চার বছরে তাঁর সরকারের প্রধান সাফল্য হিসেবে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়ন, জমি দখলদার এবং জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা তুলে ধরেন। তিনি বলেন যে, রাজ্যের সামগ্রিক উন্নয়নের পাশাপাশি, তাঁর সরকার সাংস্কৃতিক মূল্যবোধ এবং জনসংখ্যার ভারসাম্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

মুখ্যমন্ত্রী ধামি ২০২১ সালের জুলাই মাসে প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, তীর্থ সিং রাওয়াতের চেয়ারে বসেন। রাজ্য বিধানসভা নির্বাচনের পর ২০২২ সালের মার্চ মাসে তিনি আবারও মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন।