আজকাল ওয়েবডেস্ক: তাঁর প্রত্যাবর্তন সিনেমাকেও হার মানায়। ২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়াবহ পথ দুর্ঘটনা হয় পন্থের।
সেই সময় দু'জন পন্থের সাহায্যে এগিয়ে আসেন। তারকা ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে পনথের প্রথম প্রশ্নই ছিল, তিনি কি আবার খেলতে পারবেন? অর্থোপেডিক সার্জেন জিনশ পারদিওয়ালা প্রকাশ্যে আনেন পন্থের সেই প্রশ্ন। পন্থ জিজ্ঞাসা করেছিলেন, ''আমি কি আবার খেলতে পারব?''
পন্থ ফিরে এসেছেন মাঠে। দারুণ ছন্দে রয়েছেন তিনি। আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার হলেও পন্থ কিন্তু মেগা টুর্নামেন্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
কিন্তু হেডিংলি টেস্টে ভারতের তারকা উইকেট কিপার-ব্যাটার দুই ইনিংসেই সেঞ্চুরি হাঁকিয়ে চমকে দেন। পন্থের দারুণ সেঞ্চুরির পরেও ভারত কিন্তু প্রথম টেস্টে হার মেনেছে।
ঋষভ পন্থ বলেন, ''সেটব্যাককে আমি কামব্যাকে পরিণত করেছি।'' তিনি রান করছেন, সেঞ্চুরি হাঁকাচ্ছেন, ফিরে আসার নতুন নতুন সব গান গাইছেন।
সুনীল গাভাসকরের মতো কিংবদন্তি তাঁকে স্টুপিড বলে ছিলেন বর্ডার-গাভাসকর ট্রফিতে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে পন্থের দুরন্ত পারফরম্যান্সে মুগ্ধ সানি। তিনি সুপার্ব বলে উল্লেখ করেন পন্থকে।
