আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজের চতুর্থ টেস্ট শেষ হয়েছে মাত্র দু' দিনেই। ব্যাটসম্যানদের জন্য বিছানো ছিল মৃত্যফাঁদ। সেই পিচকে 'অসন্তোষজনক' বলে আখ্যায়িত করল আইসিসি। 

সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা এই সিদ্ধান্তের কথা জানায়। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। 

বক্সিং ডে টেস্টে মিরাকল ঘটেছিল। মাত্র ২ দিনের মধ্যেই শেষ হয়ে যায় টেস্ট। এমসিজি-তে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারায় ইংল্যান্ড। 

টানা তিন-তিনটি টেস্ট জিতে ৩-০-এ এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এটা অজিদের প্রথম হার। 

মেলবোর্নের টেস্টের পরে চতুর্দিক থেকে ধেয়ে আসছিল সমালোচনা। এদিন আইসিসি এই পিচকে 'অসন্তোষজনক' বলে উল্লেখ করে। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের রেটিং অনুযায়ী 'অসন্তোষজনক' নীচের দিক থেকে দ্বিতীয় ধাপ। 

 উল্লেখ্য, কোনও পিচ যখন বোলারদের অতিরিক্ত সুবিধা দেয় এবং ব্যাটারদের কাছ থেকে লড়াইয়ের সুযোগ কেড়ে নেয়, তখনই সেই পিচকে 'অসন্তোষজনক' রেটিং দেওয়া হয়। 

ম্যাচ রেফারি জেফ ক্রো উইকেট নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, '' মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচ থেকে বেশি সুবিধা পেয়েছে বোলাররা। প্রথম দিনেই ২০টি উইকেট পড়েছিল। দ্বিতীয় দিনে আরও ১৬টি উইকেট পড়ে। এতেই প্রমাণ হয় পিচ বোলারদের সহায়ক ছিল। পঞ্চাশ করতে পারেননি কোনও ব্যাটারই। আইসিসি-র নির্দেশিকা অনুযায়ী এটি অসন্তোষজনক উইকেটই বটে।'' 

চতুর্থ টেস্ট নির্ধারিত সময়ের তিন দিন আগে  শেষ হয়ে যাওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টিকিট ফেরত দেওয়া বাবদ অজি ক্রিকেট বোর্ডকে গুনতে হচ্ছে ১ কোটি অস্ট্রেলিয়ান ডলার। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান জেমস অলসপ জানান, মেলবোর্নে ব্যাট-বলের দ্বৈরথ দেখতেই পছন্দ করেন সবাই। কিন্তু এবার সেটা না হওয়ায় ভক্তরা হতাশ। তাঁদের হতাশার জায়গাটা বুঝতে পারি। 

অ্যাশেজের ফলাফল এখন ৩-১। অস্ট্রেলিয়া এগিয়ে রয়েছে। ৪ জানুয়ারি থেকে সিরিজের পঞ্চম টেস্টের বল গড়াবে সিডনিতে।