আজকাল ওয়েবডেস্ক: ট্রাকের আবর্জনার স্তুপের মধ্যে নারীদেহ। হাত-বাঁধা অবস্থায় মহিলার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। তদন্তে নেমে পুলিশ জানতে পেরে, বছর চল্লিশের আশা নামের ওই মহিলাকে খুন করেছেন তাঁরই লিভ-ইন পার্টনার। ইতিমধ্যে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 শনিবার গভীর রাতে এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায় বেঙ্গালুরুতে। ব্রুহাত বেঙ্গালুরু মহানগর পালিকের একটি আবর্জনার গাড়ি থেকে উদ্ধার করা হয় ওই অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। চান্নাম্মানাকেরে স্কেটিং গ্রাউন্ডের কাছে ওই গাড়ির পিছনের অংশে একটি ব্যাগে ভরে ফেলে রাখা হয়েছিল মৃতদেহটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল, ওই মহিলাকে ধর্ষণ করে তারপর খুন করে ফেলে রাখা হয়েছিল।

ঘটনার তদন্তের নেমেই পুলিশের নজরে আসেন মহম্মদ সামসুদ্দিন। জানা গিয়েছে, বেঙ্গালুরুতে একটি বাড়ি ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে থাকতেন আশা এবং সামসুদ্দিন। আশা বিবাহিত, বিধবা। তিনি একটি সংস্থায় কর্মরত। অন্যদিকে বিবাহিত সামসুদ্দিনও। স্ত্রী সন্তান থাকে অসমে। তাদের লুকিয়েই বেঙ্গালুরুতে লিভ-ইন সম্পর্কে থাকতেন তিনি।

পুলিশের প্রাথমিক অনুমান আশা এবং সামসুদ্দিন কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদে জড়িয়ে পড়ে। বিবাদ বিরাট আকার নিলে হাতাহাতি হয় বলেও অনুমান। প্রাথমিক ধারণা, তারপরেই আশাকে খুন করেন সামসুদ্দিন।