আজকাল ওয়েবডেস্ক: একটি ছুটির আবেদন সাড়া ফেলে দিল গোটা সামাজিক মাধ্যমে। যে মহিলা এই আবেদন করেছিলেন তিনি পেশায় কপি রাইটার। নিজের ছুটির মেলে ঠিক কী লিখেছিলেন তিনি।
 
 মেলের প্রধান বিষয় ছিল, ম্যায় তো যা রাহি হু। অর্থাৎ আমি তো চলে যাচ্ছি। নিজের সিইও-কে এই মেলটি তিনি করেন। এরপরই ভয় পেয়ে যান তার সিইও। তাহলে কী চাকরি ছেড়ে দিলেন এই মহিলা। ঘটনাটি ঘটেছে গুরগাঁওয়ের একটি অফিসে। তবে মেলের বাকি অংশটি পড়ে খুশি হন সিইও। তিনি এই মেলটি তারপর নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন।
 
 যদি কোনও সিইও-র কাছে এমন একটি মেল আসে তাহলে সবার আগেই তার মনে হবে এবার বুঝি চাকরি ছেড়ে দিলেন এই মহিলা। ঠিক ইস্তফাপত্রের মতো করেই শুরু হয়েছিল মেলটি। তবে আসল বিষয়টি একেবারে আলাদা। কৃতিকা নামের এই মেলেটি পাহাড়ে ঘুরতে যাবে বলে তার সিইও-কে মেল করেছিল।
 
 সিইও নিজে লেখেন, এই মেলটি পেয়ে তার মন কেঁপে উঠেছিল। তবে তার মেলের বাকি অংশটি পড়ে তারপর শান্তি পেলাম। তার ছুটি মঞ্জুর করা হয়েছে। তবে এই খবর যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে সামাজিক মাধ্যমে। তারা জানিয়েছে চিরাচরিত কাজের মেল থেকে বেরিয়ে এসে এই ঘটনা নতুন দিক সামনে নিয়ে এল। এটি একটি আইকনিক ঘটনা। কয়েকজন লেখেন, এটি ছিল অবাক করা একটি মেল।
 
 একজন লিখেছেন যদি আমি এই মেল করতাম তাহলে সঙ্গে সঙ্গে আমার বরখাস্ত চিঠি চলে আসত। আরেকজন লিখেছেন, এই মেল অফিস কালচারকেই বদলে দিয়েছে।
