আজকাল ওয়েবডেস্ক: নতুন ওভারব্রিজ। স্থানীয় মানুষের কথা ভেবেই পরিকল্পনা করা হয়েছিল এই ওভার ব্রিজের। কিন্তু কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই একপ্রকার জোর চর্চা। কখনও উপহাস, কখনও উদ্বেগ। পরিস্থিতি এমন, একসঙ্গে সাত ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করেছে মধ্যপ্রদেশ সরকার।
ঠিক কী হয়েছে? নয়া ওই ওভারব্রিজের মাঝখানেই নব্বই ডিগ্রি বাঁক। ফলে একেবারে শুরু থেকেই তীব্র সমালোচনার মুখে পড়ে তা। মাঝ রাস্তায় এই বাঁক যে কোনও মুহূর্তে তা দুর্ঘটনার কারণ হতে পারে। তীব্র সমালোচনার মুখে পড়ে, হস্তক্ষেপ নেয় সরকার।
মদ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ‘আইশবাগ আরওবি নির্মাণে গুরুতর অবহেলার বিষয়টিতে আমি তদন্তের নির্দেশ দিয়েছিলাম। তদন্ত রিপোর্টের ভিত্তিতে, আটজন পিডব্লিউডি প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।‘
জানা গিয়েছে ঘটনায়, দুইজন প্রধান ইঞ্জিনিয়ার-সহ সাতজন ইঞ্জিনিয়ারকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং একজন অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করা হবে বলেও জানা গিয়েছে। ইতিমধ্যেই নির্মাণ সংস্থা এবং পরামর্শদাতা সংস্থাকে ব্ল্যাকলিস্টেড করা হয়েছে। ওই ওভার ব্রিজ আবার ঠিক করে গড়ার পরেই উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
