আজকাল ওয়েবডেস্ক: মহাকাশে গিয়ে অসুস্থ বোধ করছেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। সেখানে তাকে এবার তার টিমকে ১৪ দিন ধরে থাকতে হবে। তবে সেখান গিয়ে এবার খানিকটা অসুস্থ বোধ করছেন তিনি। সেখানে গিয়ে তার প্রচুর ঘুম পাচ্ছে। নিজের বার্তায় তিনি সেটাই জানিয়েছেন। এবার সেখানে তারা ছোটো শিশুর মতো রয়েছেন যেখানে একজন শিশু নতুনভাবে খেতে এবং হাঁটতে শেখে।


যদিও এই বিষয়টি নিয়ে বেশি চিন্তা করতে বারণ করেছে নাসা। তাদের পক্ষ থেকে বলা হয়েছে সকলেই এখন ভরশূণ্য অবস্থায় রয়েছেন। ফলে সেখানে এমন পরিস্থিতি তৈরি হতেই পারে। তবে কয়েকদিনের মধ্যে গোটা বিষয়টি ভালভাবে মেনে নিতে পারবেন সকলেই।

?ref_src=twsrc%5Etfw">June 26, 2025

 


ফুটবল মাঠের আয়তনের মাধ্যানকর্ষণহীন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে আগামী দু’সপ্তাহ ১৬ বার সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পাবেন শুক্লা। ৪০০ কিলোমিটার উঁচু থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগছে? এ প্রসঙ্গে শুক্লার জবাব, “পৃথিবীকে এমন স্থান থেকে দেখার সুযোগ পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। যাত্রাটা অসাধারণ ছিল। অসাধারণ! মহাকাশে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু যে মুহূর্তে আমি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রবেশ করলাম, এই ক্রু সদস্যরা আমাকে এমন স্বাগত জানাল! তোমরা আক্ষরিক অর্থেই আমাদের জন্য তোমাদের ঘরের দরজা খুলে দিলে। এখানে আসার আগে আমার যা প্রত্যাশা ছিল, তা অবশ্যই ছাপিয়ে গিয়েছে। আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আগামী ১৪ দিন বিজ্ঞান এবং গবেষণাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অসাধারণ হবে। অনেক ধন্যবাদ।” 

?ref_src=twsrc%5Etfw">June 26, 2025

 


স্পেস স্টেশন থেকে সম্প্রচারের ভিডিও থেকে জানা যায়, সাত মহাকাশচারী শুভাংশুকে সেখানকার সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছেন। এরপর রাতে সব মহাকাশচারীরা একসঙ্গে নৈশাহার করেন। পুরনো রীতি মেনে মহাকাশ কেন্দ্রে প্রথম আসা মহাকাশচারীকে প্রথম রাতে সবার সঙ্গে একসঙ্গে নৈশাহার করতে হয়।