আজকাল ওয়েবডেস্ক: এক অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশের ভোপালে। দিনশেষে অফিসের ক্লান্তি নিয়ে বাড়ি ফিরেছিলেন ৩২ বছরের রমেশ যাদব। মাথায় ঘাম, মুখে ক্লান্তির ছাপ, আর পেটে ব্যথা রকমের খিদে। ঘরে ঢুকেই তিনি জল ও খাবারের আশায় স্ত্রী রাধিকার খোঁজ করেন। কিন্তু রান্নাঘর নয়, ড্রইংরুমের কোণায় দাঁড়িয়ে স্ত্রী তখন ব্যস্ত এক নতুন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে রিলস বানাতে।

শাড়ি পরে, মেকআপ সেরে, মোবাইল সেট করে রাধিকা তখন "হ্যাশট্যাগ নিউ বিগিনিংস" দিয়ে ভিডিও তুলছেন। ক্ষুধায় কাতর স্বামী বারবার খেতে চাইলেও পাত্তা দেননি তিনি। উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়, তারপর ধাক্কাধাক্কি। চিৎকার-চেঁচামেচি এতটাই বেড়ে যায় যে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা বাধ্য হয়ে পুলিশে ফোন করেন। কিছুক্ষণের মধ্যেই নেহরু নগর থানার পুলিশ এসে হাজির হয়। স্থানীয় পুলিশের মতে, "ঘরোয়া বিষয়ে হস্তক্ষেপ আমরা সাধারণত করি না, কিন্তু পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল, হস্তক্ষেপ করতেই হয়েছে।"

পুলিশ দু’পক্ষকে শান্ত করে পৃথকভাবে কথা বলে। শেষমেশ লিখিত অভিযোগ দায়ের না করলেও স্বামী রমেশ জানিয়েছেন, “ঘর ভাঙার চিন্তা করছি না এখনই, কিন্তু ইনস্টাগ্রাম যেন বউয়ের জীবন না হয়ে যায়।” এদিকে, স্ত্রী রাধিকা বলেন, “আমি শুধু নিজের একটা পরিচয় গড়তে চাইছি সোশ্যাল মিডিয়ায়। তাতে কী দোষ?” এই ঘটনা ঘিরে এলাকায় চলছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই বলছেন, সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত আসক্তি আজ ঘরের শান্তিও কেড়ে নিচ্ছে।

সংসার বনাম রিলস—কার জিত হবে এবার? উত্তর সময়ই দেবে।