আজকাল ওয়েবডেস্ক: নেদারল্যান্ডসে আয়োজিত প্রথম নেটো (NATO) সম্মেলনের পর এক ভাইরাল মুহূর্ত ঘিরে বর্তমানে সরগরম সোশ্যাল মিডিয়া। সদ্য সমাপ্ত সম্মেলনে অংশ নিতে নেদারল্যান্ডস গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই রাজা উইলেম-অ্যালেকজান্ডার ও ডাচ রানি ম্যাক্সিমার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। নেদারল্যান্ডসের হুইস টেন বোশ প্রাসাদে ট্রাম্পের এই সাক্ষাৎ পর্বেই ঘটে যায় এক বিতর্কিত ঘটনা। একসঙ্গে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলেন ট্রাম্প, রানি ম্যাক্সিমা ও রাজা উইলেম।
মাঝখানে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ছবি তোলার সময় ট্রাম্প বলেন, ‘এই ছবিটাই আমরা চাই’। তার সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ‘থাম্বস আপ’ দেখান। এরপর রাজা উইলেম ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘আশা করি আপনার ঘুম ভাল হয়েছে’। জবাবে ট্রাম্প বলেন, ‘ইট ওয়াজ গ্রেট’। এরপরেই রানি ম্যাক্সিমা বলেন, ‘অসংখ্য ধন্যবাদ’। এরপর তিনি ক্যামেরার দিকে তাকিয়ে এমন একটি মুখভঙ্গি করেন যা অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে ট্রাম্পকে ব্যঙ্গ করারই ইঙ্গিত। ভিডিওটি ভাইরাল হতেই শুরু হয় নানা মত।
একাংশ মনে করছেন, রানির এই হাবভাব ছিল অবজ্ঞাসূচক ও ট্রাম্পের অনুকরণ। অন্যদিকে, অনেকে রানির পাশে দাঁড়িয়ে বলেন, ‘তিনি তো কেবল সৌজন্য রক্ষা করছিলেন’। তবে বিতর্ককে উসকে দিয়েছে ডাচ রানির সেই মুহূর্তের চোখের চাহনি ও মুখভঙ্গি। প্রসঙ্গত, এই প্রথমবার নেটো সম্মেলনের আয়োজক হয়েছিল নেদারল্যান্ডস। দ্য হেগ শহরে ৩২টি দেশের রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে রাজা-রানির উপস্থিতি ছিল বিশেষ আকর্ষণ। বিশেষ করে রানির লাইম-গ্রীন পোশাক নজর কেড়েছে বহু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের।
