আজকাল ওয়েবডেস্ক: যাত্রী পরিষেবা আরও উন্নত করতে কলকাতা মেট্রোরেলে চালু হতে চলেছে আরও দুটি নতুন ডালিয়ান রেক – MR-507 ও MR-509। জানানো হয়েছে, বৃহস্পতিবার এই দুটি রেক প্রথমবারের মতো চলাচল শুরু করে। এই নিয়ে এখন মোট সাতটি ডালিয়ান রেক কলকাতা মেট্রোয় চলাচল করছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, এদিন সকাল ১১টা ৫৩ মিনিটে MR-507 এবং দুপুর ২টো ১৩ মিনিটে MR-509 রেক নোয়াপাড়া স্টেশন থেকে তাদের প্রথম যাত্রা শুরু করে।
এরপর দুপুর ১টা ৩ মিনিট ও বিকেল ৩টে ১৯ মিনিটে কবি সুভাষ স্টেশন থেকে ফিরতি যাত্রা শুরু করে এই দুটি রেক। এই নতুন রেকগুলিতে যাত্রীদের আরামদায়ক যাত্রার জন্য একাধিক নতুন ফিচার যুক্ত করা হয়েছে। আগের এসি রেকগুলোর তুলনায় প্রতিটি দরজা ১০০ মিলিমিটার বেশি চওড়া, ফলে ওঠা-নামার সুবিধা অনেকটাই বাড়বে। এ ছাড়াও, উন্নত এসি ব্যবস্থা, শব্দ নিয়ন্ত্রণ প্রযুক্তি, বাড়তি বসার জায়গা এবং আরামদায়ক আলোর ফলে যাত্রী পরিষেবা এখন থেকে আরও উন্নত হবে।
মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, এই ডালিয়ান রেকগুলির গায়ে রং ব্যবহার না করে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি হওয়ায় তা পরিবেশবান্ধব। রয়েছে উন্নত রেইন ওয়াটার চ্যানেল, শক্তিশালী ডোর চ্যানেল সাইড স্টপার সহ এবং কম বিদ্যুৎ খরচে চলার প্রযুক্তি। এই রেকগুলিতে রয়েছে উন্নত ডিস্ক ব্রেক সিস্টেম, নিয়ন্ত্রিত অগ্নিনির্বাপক যন্ত্র (স্ট্র্যাপ সহ), চওড়া ইভাকুয়েশন ডোর এবং অ্যান্টি-স্কিড রাবার ফ্লোরিং সহ র্যাম্প। যা যাত্রীদের নিরাপত্তাকে আরও একধাপ উন্নত করবে।
