সংবাদ সংস্থা মুম্বই: চলতি বছরের গোড়াতেই রিতেশ দেশমুখ ঘোষণা করেছিলেন নিজের স্বপ্নের প্রজেক্ট ‘রাজা শিবাজি’-র কথা। ছবিতে শুধুমাত্র ছত্রপতি শিবাজির ভূমিকাতেই অভিনয় নয়, তাঁর কাঁধে রয়েছে পরিচালনার দায়িত্বও। আর সেই ঐতিহাসিক ছবিতে ন একে একে নাম লেখাচ্ছেন দেশের প্রথম সারির অভিনেতারা।

 

সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, মহেশ মঞ্জরেকর, সচিন খেদকর, ভাগ্যশ্রী, ফরদিন খান, জিতেন্দ্র যোশী, অমল গুপ্তে, জেনেলিয়া দেশমুখ—এরকম হাই প্রোফাইল কাস্টের সঙ্গে এবার যোগ দিলেন বিদ্যা বালন!

 

খবর, এই প্যান-ইন্ডিয়া ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন বিদ্যা। এবং চরিত্রটা এতটাই তাৎপর্যপূর্ণ যে তার জন্য দরকার ছিল এক শক্তিশালী অভিনেত্রীর। সেই জায়গায় বিদ্যাই ছিলেন ঋতেশের প্রথম পছন্দ। সূত্র আরও বলছে— “ছত্রপতি শিবাজির জীবনের এমন এক অধ্যায় বলা হবে এই ছবিতে, যেখানে বিদ্যার চরিত্র দর্শকদের মনে দাগ কাটবে। ছবির স্কেলে কোনও কমতি রাখা হচ্ছে না। ছবির কনটেন্টও হবে সৎ এবং হৃদয় থেকে উঠে আসা।”

 

বিদ্যা ইতিমধ্যেই নাকি ছবির জন্য লুক টেস্ট করে ফেলেছেন। শুটিং ফ্লোরে তিনি যোগ দেবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। রিতেশ দেশমুখ এই ছবির মাধ্যমে নিজেকে শুধুই অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক ও ইতিহাসবাহক হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছেন। আর বিদ্যার আগমনে ছবির মাত্রা ও চমক—দু’টোই উঠল অন্য উচ্চতায়।