আজকাল ওয়েবডেস্ক: বিয়ের মরশুমে নানা আচার-অনুষ্ঠান, সাজসজ্জা, এমনকী ট্র্যাজিক ঘটনার কথা প্রায়ই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যা ঘিরে কখনও কখনও যেমন হাসিঠাট্টা যেমন হয়, তেমনই নতুন কোনও বার্তাও দেয়। যেমন, একটি বিয়ের কার্ডের ছবি ঘিরে জোর চর্চা চলছে সমাজমাধ্যমে। যা দেখে নেটিজেনরাও চমকে গেছেন। ঠিক কী আছে সেই বিয়ের কার্ডে?
নেট দুনিয়ায় তুমুল চর্চিত বিয়ের কার্ডে লেখা 'ওয়ালাইকুম প্রণাম'। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানটি বিহারে আয়োজিত হয়েছিল। ২১ জুন ছিল সাদাব ও সাবনামের নিকাহ। মুসলিম তরুণ ও তরুণীর বিয়ের কার্ডে কেন লেখা 'ওয়ালাইকুম প্রণাম', তা দেখেই চমকে গেছেন নেটিজেনরা।
এখানেই শেষ নয়। কার্ডের একপাশে রয়েছে গণেশের ছবি। মুসলিম বিয়ের কার্ডে হিন্দু দেবতার ছবি রাখাই হয় না। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতির নানা নির্দেশন দেখা গেলেও, বিয়ের কার্ডে এমন ছবি ও লেখা দেখে অনেকেই হতবাক হয়ে গেছেন। ইতিমধ্যেই পোস্টটিতে ৯০ হাজার লাইক পড়ছে। অনেকেই এই বিয়ের কার্ডের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
একজন লিখেছেন, '২১ জুন তো শনিবার ছিল। কিন্তু কার্ডে লেখা রবিবার। মোটেই এটি সত্যিকারের বিয়ের কার্ড নয়।' আবার একজন লিখেছেন, 'বিয়ের কার্ডে ১১ ডিজিটের মোবাইল নম্বর দেওয়া। এই নম্বরটিও ভুল।'
