আজকাল ওয়েবডেস্ক: এক অভাবনীয় ঘটনায় আমেরিকায় এক ব্যক্তি হাঁচি চাপা দিতে গিয়ে নিজের শ্বাসনালীতে ফুটো করে ফেললেন। গাড়ি চালানোর সময় হঠাৎ হাঁচি চাপতে গিয়ে নাক চেপে ও মুখ বন্ধ করে ফেলেন তিনি। এরপরই তাঁর গলায় তীব্র ব্যথা ও ফুলে ওঠা শুরু হয়। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাঁর গলায় অস্বাভাবিক ফুসফুসজাতীয় আওয়াজ শুনতে পান।

পরীক্ষার পর দেখা যায়, হাঁচি থামানোর ফলে শ্বাসনালীর (ট্রাকিয়া) মধ্যে ভয়ংকর চাপ সৃষ্টি হয় এবং তৃতীয় ও চতুর্থ গলার হাড়ের মাঝে একটি ছিদ্র তৈরি হয়। এই ছিদ্র দিয়েই বাতাস ঢুকে পড়ে গলার গভীর টিস্যুর মধ্যে এবং ফুসফুসের মাঝের অংশে। চিকিৎসকেরা জানান, এমন ঘটনা চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অত্যন্ত বিরল। হাঁচি থামানোর জন্য নাক চেপে ও মুখ বন্ধ রাখলে শ্বাসনালীর উপর ২০ গুণের বেশি চাপ পড়ে, যা বিপজ্জনক।

চিকিৎসকেরা সবাইকে সতর্ক করে জানিয়েছেন, "এই ধরনের হাঁচি চাপা বিপজ্জনক! ভবিষ্যতে এমন চেষ্টা থেকে বিরত থাকুন।"