আজকাল ওয়েবডেস্ক: আজকাল ওয়েবডেস্ক: কালিগঞ্জের ভোট গণনা চলাকালীনই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের বাড়িতে আগুন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বের করে দেওয়া হয়েছে দপ্তরে হাজির সকলকে। মুখে কাপড় বেঁধে বাইরে বেরিয়ে আসতে দেখা যায় কমিশনের আধিকারিক, কর্মীদের। মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর বামা-লরি ভবনে। বিপদ এড়াতে ওই বাড়িই খালি করে দেওয়া হয়।
দোতলার ডাটা সেন্টারে আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ওই বাড়িরই দোতলা ও তিন তলায় কমিশনের অফিস।
মুখ্য নির্বাচনে আধিকারিক এর দপ্তরের অগ্নি নির্বাপন ব্যবস্থা দিয়ে আগুন নিভিয়ে ফেলার চেষ্টা করা হয়।
কী কারণে আগুন লাগল তা স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, আগুন আতঙ্ক ছড়ালেও ভোটের গণনা নিয়ে কোনও অসুবিধা হয়নি।
