আজকাল ওয়েবডেস্কঃ নেপালের বাগমতি এলাকায় ভয়াবহ দুর্ঘটনা। একটি বাসের সঙ্গে বৈদ্যুতিক গাড়ির সংঘর্ষ হয়। ঘটনার জেরে কমপক্ষে ৭ জন নিহত হন। আহত আরও ২৫। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু ইতিমধ্যেই।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে চিতওয়ান জেলায় ঘটনাটি ঘটে বলে সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর। পূর্ব-পশ্চিম মহাসড়কে ধনগধি থেকে কাকরভিত্তা যাওয়ার পথে বাসটির একটি বৈদ্যুতিক গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। ৭ জন নিহত হন, আহত হন কমপক্ষে ২৫ জন। আহতদের চিকিৎসার কারণে বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
সূত্রে আরও জানা যায়, ওই দুই গাড়ি দুর্ঘটনাস্থলে রয়ে গিয়েছে। ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে৷ পুলিশ রাস্তাটি পুনরায় চালু করার জন্য কাজ করছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। ঘটনার কারণ নির্ধারণের চেষ্টা চলছে।
