আজকাল ওয়েবডেস্ক: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF), ঝাড়খণ্ড ATS এবং গন্ধিনগর থানার পুলিশের যৌথ উদ্যোগে একটি বড়সড় অভিযান চালানো হয়। অভিযান চলে ঝাড়খণ্ডের বোকারো জেলার গন্ধিনগর ওপি এলাকার জারিদিহ উপ্পার বাজারে, যেখানে সুরজ শ-এর বাড়ি ও কাবেরি ম্যারেজ হলের সামনে থাকা একটি গুদামে অবস্থিত ছিল একটি গোপন আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। অভিযানের সময় কারখানার ভিতর থেকে দু’জনকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

তল্লাশির সময় উদ্ধার হয় ছ’টি অসম্পূর্ণ পিস্তল, নয়টি পিস্তলের মূল দেহাংশ, ছ’টি স্লাইডার, তেরোটি ব্যারেল প্লেট, তিনটি স্ক্র্যাপ প্লেট, একটি লেদ মেশিন, একটি মিলিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি গ্রাইন্ডিং ও পালিশিং মেশিন, বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রাংশ, আনুমানিক এক লক্ষ টাকা নগদ অর্থ, ড্রিল বিট, গ্রুভিং মেশিন, স্কেল, জিরোইং মেশিন সহ আরও বহু যন্ত্রপাতি। গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি হল কেশব কুমার (৩৫), পিতা বিজয় প্রসাদ, বাসিন্দা বারিমালিয়া, থানা গোগরি, জেলা খাগড়িয়া, বিহার এবং প্রবেন কুমার (৫৩), পিতা প্রয়াত যোগেন্দ্র প্রসাদ, বাসিন্দা হেরুডিয়ারা, থানা কাসিমবাজার, জেলা মুঙ্গের, বিহার।

পুলিশের প্রাথমিক অনুমান, ধৃতরা একটি বিস্তৃত আন্তঃরাজ্য অস্ত্র তৈরির ও পাচারের চক্রের সঙ্গে যুক্ত। গোটা কারখানাটি অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে সাজানো ছিল, এবং এখানে দীর্ঘদিন ধরে বেআইনি অস্ত্র তৈরি চলছিল বলে মনে করা হচ্ছে। এই অভিযান কলকাতা পুলিশের এসটিএফ-এর গত তিন বছরে পরিচালিত ১৮তম সফল যৌথ অভিযান। তদন্তকারীরা এখন এই চক্রের আরও সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।