আজকাল ওয়েবডেস্ক: ট্রেনের সুরক্ষায় কী ব্যবস্থা নিয়েছে কেন্দ্র। জানতে চাইল দেশের শীর্ষ আদালত। কয়েকমাস আগে ওড়িশায় ট্রেন দুর্ঘটনা ঘটে। সেখানে ২৯৩ জন মানুষ প্রাণ হারান। এরপরই রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যায়। ভারতীয় রেলে সুরক্ষা ‘কবচ’ নিয়ে আসা হয়। এদিন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ জানতে চায় কত দ্রুত দেশে ‘কবচ’ চালু করা হবে। এই কাজে কত খরচ হবে। রেল দুর্ঘটনা এড়াতে কেন্দ্র সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে বলে দেশের শীর্ষ আদালত। দেশের প্রতিটি ট্রেনে যাতে ‘কবচ’ চালু করা যায় সেদিকে জোর দিতে বলে দেশের শীর্ষ আদালত। তবে একেবারে নিচের স্তরে ‘কবচ’ চালু করতে আরও বেশ খানিকটা সময় লাগবে বলেই জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, বিগত কয়েক বছরের ট্রেন দুর্ঘটনাগুলির মধ্যে ওড়িশার বালাসোরের দুর্ঘটনাটি চরম বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনায় ২৯৩ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, আহতের সংখ্যা ছিল ১ হাজারের বেশি।
