আজকাল ওয়েবডেস্ক: এই প্রথম নয়। সাম্প্রতিক সময়ে একাধিকবার দেশের এবং বিদেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে ব্যাপক কাজের চাপ এবং কাজের চাপে কর্মীদের অসুস্থ হওয়ার ঘটনা সামনে এসেছে। এবার আরও এক ঘটনা। এবার অভিযোগ আরও মারাত্মক। কেবল কাজের চাপ কিংবা ডেডলাইন নয়। এবার অভিযোগ সংস্থার সিইও-র বিরুদ্ধে কর্মীদের উপর চিৎকার, অশ্রাব্য গালিগালাজের। পরিস্থিতি এমন, যে কর্মী চেয়ারে বসেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই কর্মী সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। জানিয়েছেন গত সাত মাস ধরে নিজের কর্মক্ষত্রে কী ধরনের মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি।
ওই বিশেষ দিনে যে মারাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল, তার বর্ণনা দিতে গিয়ে তিনি লিখেছেন, ‘আমি আক্ষরিক অর্থেই ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার বুকে কষ্ট হচ্ছিল। আমি একটু বাতাস খুঁজছিলাম যেন। আমি আমার চেয়ারে পুরোপুরি পড়ে যাই, জ্ঞাম হারাই।‘ রেডিট পোস্টে তিনি লিখেছেন, আচমকা ঘরের মধ্যে চিৎকার শুনে সেই সময় তাঁর মা হাজির হন। তিনিই তাঁকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান।
ওই কর্মী একজন জুনিয়র ডেটা সায়েন্টিস্ট। ২০২৪ সালের গোড়ার দিকে বেঙ্গালুরু-ভিত্তিক ইভেন্ট ডিসকভারি স্টার্টআপে যোগ দিয়েছিলেন। তবে চাকরিতে ঢোকার আগে যা ভেবেছিলেন, একেবারেই তা ঘটেনি। উলটে ব্যাপক খারাপ অভিজ্ঞতা হয় তাঁর। দিনে ১২-১৪ ঘণ্টার পরেও, সপ্তাহান্তে কাজ করতে বাধ্য করতেন সিইও। প্রতি মুহূর্তের কাজের হিসেব চাইতেন বলেও জানান কর্মী।
