আজকাল ওয়েবডেস্ক: সমুদ্রের নিচে বহু প্রাণী রয়েছে যাদের সামনে থেকে না দেখলে বিশ্বাস করা যায় না। সেদিক থেকে দেখতে হলে বহু মাছ এমন রয়েছে যাদের দূর থেকে দেখা যায়। তার প্রধান কারণ এরা জলের নিচে আলো করে থাকে। তবে কীভাবে মাছের দেহে আসে এই আলো।
গবেষকরা মনে করছেন ১১২ মিলিয়ন বছর আগে সমুদ্রের নিচে যেসব মাছেরা ছিল তারা সকলেই উজ্জ্বল ছিল। তাদের দেহে ফসফরাসের পরিমান এতটাই ছিল যে সেখান থেকে তাদের বহু দূর থেকে দেখা যেত। এই রঙের মধ্যে ছিল সবুজ, হলুদ, কমলা বা লাল। ফলে বহু দূর থেকেই তাদের অতি সহজে দেখা যেত।
তবে কালের নিয়ম মেনে পরিবর্তন হয়েছে সমুদ্রের নিচে। ফলে সেখান থেকে ধীরে ধীরে বিলুপ্তি ঘটেছে এই মাছেরা। এরপর থেকে তাদের দেহ থেকে ধীরে ধীরে হারিয়ে গিয়েছে আলো দেওয়ার ক্ষমতা।
আমেরিকান মিউজিয়াল অফ ন্যাচরাল হিস্ট্রি থেকে দেখা গিয়েছে সমুদ্রের নিচে প্রায় ৪৫৯ ধরণের প্রাণী রয়েছে। তাদের সকলের আলাদা ধরণ এবং চরিত্র। তবে তাদের মধ্যে ৪৮ ধরণের মাছ ছিল যাদের সমুদ্রের অতল জলে অতি সহজে দূর থেকে দেখা যেত। তাদের গায়ের রং ছিল একেবারে আলোর মতো। ফলে তাদের দেখার জন্য কষ্ট করতে হত না।
পৃথিবীর ওপরে যেমন পরিবেশ পরিবর্তন হয়েছে ঠিক তেমনভাবেই নিচের পরিস্থিতি এক। সেখানেও নানা ধরণের দূষণের মাত্রা বেড়েছে। সেদিক থেকে দেখতে হলে জলের নিচে থাকা এই মাছেদের দেহ থেকে হারিয়ে গিয়েছে সেই আলো। বদলে তাদের দেহে প্রবেশ করেছে দূষণের অন্ধকার।
